জেলায় প্রকাশ খসড়া ভোটার তালিকা

খসড়া ভোটার তালিকা প্রকাশ হল মঙ্গলবার। এ দিন কালেক্টরেটে এক সভা হয়। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুশান্ত চক্রবর্তী। সুশান্তবাবু জানান, আগামী দিনের ভোটারদের উত্‌সাহ দিতে স্কুলে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হবে। ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতা হবে। অঙ্কনের বিষয়, ‘তোমার চোখে মডেল পোলিং স্টেশন’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৩
Share:

খসড়া ভোটার তালিকা প্রকাশ হল মঙ্গলবার। এ দিন কালেক্টরেটে এক সভা হয়। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুশান্ত চক্রবর্তী। সুশান্তবাবু জানান, আগামী দিনের ভোটারদের উত্‌সাহ দিতে স্কুলে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হবে। ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতা হবে। অঙ্কনের বিষয়, ‘তোমার চোখে মডেল পোলিং স্টেশন’।

Advertisement

অতিরিক্ত জেলাশাসকের কথায়, “আগামী দিনে যারা ভোটার তালিকায় নাম তুলবে, তাদের উত্‌সাহ দিতেই এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন।” এদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া ভোটার তালিকা তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, খসড়া তালিকা নিয়ে কারও কোনও বক্তব্য থাকলে তা জানানো যাবে। ২০১৬ সালের ১ জানুয়ারির মধ্যে যাদের বয়স ১৮ হবে, তারা যাতে ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানান, সেই দিকে বেশি জোর দেওয়া হচ্ছে। আবেদন কিংবা অভিযোগ জানানো যেতে পারে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে। এলাকার মানুষ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে আবেদন বা অভিযোগ জানাতে পারেন। পরে এই সব আবেদন বা অভিযোগের বিষয় দেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২০১৬ সালের ৫ জানুয়ারি।

এ দিন প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরে এখন ভোটারের সংখ্যা ৪১ লক্ষ ৬২ হাজার ২২১। এরমধ্যে পুরুষ ২১ লক্ষ ৩৬ হাজার ৯০৮। এবং মহিলা ২০ লক্ষ ২৫ হাজার ২৯৯। অনান্য ১৪। জেলায় ১ হাজার জন পুরুষ ভোটার পিছু মহিলা ভোটার রয়েছে ৯৪৮ জন। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “আমরা স্কুল- কলেজেও প্রয়োজনীয় নির্দেশ পাঠাচ্ছি। যাতে যাদের বয়স ১৮ হতে যাচ্ছে বা ১৮ হয়েছে, তাদের সকলেই বিষয়টি জানতে পারে। নির্দিষ্ট দিনের মধ্যে ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানাতে পারে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement