ব্রিগেডে বাস, ব্যস্ত দিনে নাস্তানাবুদ যাত্রীরা

নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রী সকলেরই অভিযোগ, এমনিতেই বাসের সংখ্যা কম থাকায় প্রকিদিন ভুগতে হয়। তার উপর এ দিন ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য বাস তুলে নেওয়ার কারণে তাঁদের এমন দুরবস্থায় পড়তে হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ২৩:২৫
Share:

বাস না পাওয়ায় এ দিন ভরসা ছিল অটোই। বুধবার হলদিয়ায়। নিজস্ব চিত্র

সকাল দশটা নাগাদ স্কুলে যাবে বলে বাস ধরার জন্য ব্রজলালচকে দাঁড়িয়েছিলএক কিশোরী। মিনিট পনেরো দাঁড়িয়ে থাকার পরেও বাস না পেয়ে অগত্যা অটোয় স্কুলে পৌঁছতে হল হলদিয়া গভর্নমেন্ট হাইস্কুলের ওই ছাত্রীকে। তার মতো বাসের অপেক্ষায় থাকা আরও অনেক যাত্রীকেই এদিন বাস না পেয়ে গন্তব্যে পৌঁছতে অটো-ট্রেকার বেছে নিয়ে হয়েছে।

Advertisement

নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রী সকলেরই অভিযোগ, এমনিতেই বাসের সংখ্যা কম থাকায় প্রকিদিন ভুগতে হয়। তার উপর এ দিন ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য বাস তুলে নেওয়ার কারণে তাঁদের এমন দুরবস্থায় পড়তে হয়েছে।

বুধবার বিগ্রেডে নরেন্দ্র মোদী সভায় বিজেপি কর্মীদের নিয়ে যাওয়ার জন্য প্রচুর বেসরকারি বাস ভাড়া নেওয়া হয়েছিল জেলা বিজেপির তরফে। ফলে এদিন বেলা যত গড়িয়েছে, ততই বাসের অভাবে নাজেহাল হতে হয়েছে রাস্তায় বেরোনো স্কুল কলেজের ছাত্রছাত্রী অফিস কর্মীদের। বেসরকারি বাস পরিবহণ সংগঠন সূত্রে জানা গিয়েছে, হলদিয়া টাউনশিপে সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে রোজ ১০০ থেকে ১২০টি বাস চলাচল করে। কিন্তু, এদিন বেশ কিছু বাস রুটে ছিল না। এক বাস মালিক জানিয়েছেন, কলকাতা যাওয়ার জন্য ১০ হাজার টাকায় বাস বুকিং করা হয়েছিল। রুটে থাকলে ওই টাকা ওঠে না। তাই এদিন রুটে বাস চালাইনি।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বাস মালিকদের একাংশের দাবি, মহিষাদল, চৈতন্যপুর, নন্দকুমার, ব্যবত্তার এলাকা থেকে হলদিয়া রুটের বাসগুলি বিজেপি কর্মীদের নিয়ে ব্রিগেডে গিয়েছিল। কমপক্ষে ১৫-২০টি বাস গিয়েছে এই এলাকা থেকে। যদিও বিজেপির জেলা সভাপতি (তমলুক) প্রদীপ কুমার দাস বলেন, ‘‘আমাদের বাস দেবে না বলে ভাড়া দ্বিগুণের চেয়ে বেশি করে দেওয়া হয়েছিল। তাই চাহিদা থাকা সত্ত্বেও বেশি বাস ভাড়া করতে পারিনি। এতে যাত্রীদের অসুবিধা হওয়ার কথা নয়।’’

যাত্রী হয়রানি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুকুমার বেরা বলেন, ‘‘বাস পরিবহণ স্বাভাবিক ছিল। হলদিয়া রুটে সামান্য সংখ্যক বাস ভাড়া গিয়েছিল। তবে যতটা অসুবিধা হবে ভাবা গিয়েছিল তা হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন