ছিনতাইবাজ সন্দেহে মার

সন্ধ্যায় এক ব্যক্তির হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়েছিল মোটর বাইক আরোহী জনা তিনেক দুষ্কৃতী। রাতে মোটর বাইকে চড়ে আসা অন্য তিন যুবককে বেধড়ক পেটালেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ওই তিন জনকে উদ্ধার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৭
Share:

সন্ধ্যায় এক ব্যক্তির হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়েছিল মোটর বাইক আরোহী জনা তিনেক দুষ্কৃতী। রাতে মোটর বাইকে চড়ে আসা অন্য তিন যুবককে বেধড়ক পেটালেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ওই তিন জনকে উদ্ধার করে।

Advertisement

বুধবার রাতে তমলুক থানার গড়কিল্লা গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়কিল্লা বাজারের কাছে বুধবার সন্ধ্যায় এক ব্যক্তির মোবাইল ছিনতাই হয়েছিল। কথা বলার সময় তাঁর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে পালায় মোটরসাইকেল আরোহী কয়েকজন। তার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। রাতের দিকে ওই রাস্তা দিয়ে মোটর বাইকে চেপে আসছিলেন শুভব্রত সামন্ত, শুভদীপ হাজরা, অমন মাইতি নামে তিন যুবক। তাঁরা তমলুক থানারই ডুমরা ও মহিষদা গ্রামের বাসিন্দা।

মোটর বাইকে তিন যুবককে দেখেই স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতী বলে সন্দেহ করেন। অভিযোগ, জোর করে মোটর বাইকে আটকে ওই তিন যুবককে নামানো হয়। তারপর মোবাইল চোর সন্দেহে শুরু হয় মারধর। পরে ঘটনার খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের জখম অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ওই যুবকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অ়জ্ঞাত পরিচয় গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আক্রান্ত শুভব্রত সামন্ত বলেন, ‘‘আমরা তিন জনে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি ফিরছিলাম। গড়কিল্লা বাজারের কাছে হঠাৎই আমাদের আটকে স্থানীয়রা দাবি করেন, আমরা নাকি মোবাইল চুরি করেছি। কিছু বলার আগেই মারধর শুরু করেন তাঁরা।’’ পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।

Advertisement

পদযাত্রা। বৃহস্পতিবার বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়। ছিলেন পুরপ্রধান দুর্গেশ মল্লদেব, উপ পুরপ্রধান শিউলি সিংহ-সহ পুর-কাউন্সিলররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন