স্কুলে তাণ্ডব নেশাগ্রস্তের

নিয়মিত পঠনপাঠন চলছিল খড়ার শ্রী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে। হঠাৎই এক নেশাগ্রস্ত ঢুকে পড়ে স্কুলের ভিতর। প্রধান শিক্ষকের নাম ধরে গালিগালাজ করতে থাকে সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়ার শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ০০:২৩
Share:

আক্রান্ত শিক্ষিকা। —নিজস্ব চিত্র।

নিয়মিত পঠনপাঠন চলছিল খড়ার শ্রী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে। হঠাৎই এক নেশাগ্রস্ত ঢুকে পড়ে স্কুলের ভিতর। প্রধান শিক্ষকের নাম ধরে গালিগালাজ করতে থাকে সে। গোলমাল শুনে ক্লাস থেকে বেরিয়ে এসে বিপাকে পড়েন শিক্ষিকা অপর্ণা সর্দার। তাঁর দিকে জুতো নিয়ে তেড়ে যান ওই ব্যক্তি।

Advertisement

জানা গিয়েছে, এলাকায় ‘খ্যাপা’ বলে পরিচিত বছর চল্লিশের শ্যামাপ্রসাদ প্রামাণিক হামেশাই এমন কাণ্ড ঘটিয়ে থাকেন। বাদ যান না পুরপ্রধানও। খড়ারের পুরপ্রধান উত্তম মুখোপাধ্যায়ের অভিযোগ, মাঝে মধ্যেই পুরসভায় ঢুকে তাঁকে গালিগালাজ করেন ‘খ্যাপা’। পুলিশ গ্রেফতারও করেছে এর আগে। দিন কয়েক আগে খড়ার হাইস্কুলে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রকে আছড়ে ফেলেছিলেন তিনি। গুরুতর জখমও হয়েছিল ওই ছাত্র। জানা গিয়েছে, আগে ওড়িশার কটকে সোনার কারিগরের কাজ করতেন শ্যামাপ্রসাদ। কিন্তু নেশার চোটে সে কাজ মাথায় উঠেছে। তাঁকে ছেড়ে গিয়েছেন, স্ত্রী-ছেলেও। পুরপ্রধান অবশ্য শ্যামাপ্রসাদের উপযুক্ত চিকিৎসার আশ্বাস দিয়েছেন।

তবে এ দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রী প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ শিরোমণি। তিনি বলেন, “ঘটনার পর থেকে আমরা আতঙ্কে রয়েছি। বিষয়টি লিখিতভাবে থানায় এবং স্কুল পরিদর্শককে জানিয়েছি।” ঘাটালের পশ্চিম চক্রের স্কুল পরিদর্শক কাঞ্চন ভুঁইয়া বলেন, “স্কুলে যাব। পড়ুয়াদের সঙ্গে কথা বলব। প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৈঠকও করব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন