ধর্ষণের নালিশ, ধৃত ফেরিওয়ালা

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত ইসমাইল মণ্ডল পেশায় ফেরিওয়ালা। নানা রকমের শেকড়-বাকড়ের ব্যবসা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০০:১৯
Share:

ধৃত: আদালতে ইসমাইল মণ্ডল। মেদিনীপুরে। নিজস্ব চিত্র।

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত ইসমাইল মণ্ডল পেশায় ফেরিওয়ালা। নানা রকমের শেকড়-বাকড়ের ব্যবসা করে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে গড়বেতায়। ধৃত যুবককে বৃহস্পতিবার গড়বেতা এসিজেএম আদালতে হাজির করা হলে পুলিশি হেফাজতের নির্দেশ হয়েছে। এ দিন মেদিনীপুর মেডিক্যালে নির্যাতিতার শারীরিক পরীক্ষাও হয়।

Advertisement

ঘটনাটি ঠিক কী?

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গড়বেতার নলবনার বাসিন্দা ইসমাইল ওই দিন বিকেলে আশপাশেই শেকড়-বাকড় ফেরি করতে বেরিয়েছিল। তখনই ওই গৃহবধূর সঙ্গে তার দেখা হয়। মহিলা জানান, তাঁর সন্তানের শরীর খারাপ। তখন ইসমাইল তাঁকে জানায়, বাস্তুতে দোষ রয়েছে। তাই এ সব হচ্ছে। পরিবারের সকলের শরীর ভাল রাখতে বাস্তু দোষ কাটানোর নিদানও দেয় ইসমাইল। এই কাজের জন্য সে তার এক বন্ধুকে নিয়ে আসবে বলেও জানায়। তারপর ওই মহিলার ঘরের চারপাশ দেখতে চায় ইসমাইল।

Advertisement

মহিলা ওই যুবককে বাড়িতে নিয়ে যান। অভিযোগ, তখনই বাড়ির একটি ঘরে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ করে ইসমাইল। ওই বধূর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। পালানোর চেষ্টা করেও অবশ্য ধরা পড়ে যায় ইসমাইল। খানিক পরে বাড়িতে আসেন ওই মহিলার স্বামীও। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইসমাইলকে গড়বেতা থানায় নিয়ে যাওয়া হয়। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পরে তাকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের এক কর্তার আশ্বাস, “এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপই করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement