বদলা চলছেই, নালিশ মানসের

কয়েকদিন আগেই সিপিএমের প্রতীক আঁকা লাল ছাতার তলার দাঁড়িয়ে তাঁকে বক্তৃতা দিতে দেখা গিয়েছে। বামপন্থী বন্ধুদের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছে ‘লাল সেলাম’। শুক্রবার ফের সবংয়ের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়ার গলায় বর্তমানের তুলনায় বাম আমলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসার কথা উঠে এল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ০২:৪৬
Share:

কয়েকদিন আগেই সিপিএমের প্রতীক আঁকা লাল ছাতার তলার দাঁড়িয়ে তাঁকে বক্তৃতা দিতে দেখা গিয়েছে। বামপন্থী বন্ধুদের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছে ‘লাল সেলাম’। শুক্রবার ফের সবংয়ের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়ার গলায় বর্তমানের তুলনায় বাম আমলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসার কথা উঠে এল।

Advertisement

এ দিন সবংয়ের ভেমুয়ায় মানসবাবুর সমর্থনে বাম-কংগ্রেস যৌথ মিছিল হয়। মিছিলে মানসবাবু ছাড়াও ছিলেন সিপিএমের জোনাল সম্পাদক চন্দন গুছাইত। এ দিন মানসবাবু বলেন, ‘‘আগে সংঘর্ষ হলে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যদের ফোন করলে তাঁরা ফোন ধরতেন। সংঘর্ষ থেমে যেত। এখন ফোন করলে সংঘর্ষ বেড়ে যায়।’’ ভুটিচক থেকে মিছিল শুরু হয়। পরে মিছিল শ্যামসুন্দরপুর, রানিচক, কিশোরপুর, ভেমুয়া হয়ে আমদায় শেষ হয়।

মিছিলে অনেক বাম কর্মীরাও পা মেলায়। সাধারণ মানুষকে ‘হাত’ চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান বাম নেতারা। চন্দনবাবু বলেন, ‘‘রাজ্যকে সন্ত্রাসমুক্ত করতে ও তৃণমূলকে হটাতে এই গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোট।’’ মানসবাবুও এ দিন বারবার কংগ্রেস কর্মীদের সামনে জোটের কারণ তুলে ধরেন। এ দিন মানসবাবু বলেন, “৩৪ বছর লাল পতাকার বিরুদ্ধে কথা বলেছি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করেছি। সংঘর্ষও হয়েছে। দু’পক্ষ থানায় অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নিত। পরিবর্তন আনলাম।’’ তাঁর অভিযোগ, ‘‘পরিবর্তনের সরকার গঠন হল। আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই। বদল হয়নি, বদলা চলছেই।” তিনি বলছেন, “পরিবর্তনের পরিবর্তন করলে বাংলা বাঁচবে। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমিও আশাবাদী।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement