জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ চলছে। (ইনসেটে) সেই রাস্তা। — নিজস্ব চিত্র
দাবি বেহাল মোরাম রাস্তা পাকা করার। আর সেই দাবিতেই তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের কাঁকটিয়া বাজারে বৃহস্পতিবার একঘণ্টা ধরে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করলেন গাড়ি চালকরা। অবরোধকারীদের হঠাতে পাল্টা আক্রমণের মুখে পড়ল পুলিশও। তারপর লাঠি চালিয়ে আয়ত্ত্বে আনা হল পরিস্থিতি।
আবার বৃহস্পতিবারই কোলাঘাটের দেউলিয়া বাজারে লরির ধাক্কায় এক ফুলচাষির মৃত্যুর পর সেখানেও হাওড়া-মুম্বইগামী ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদারা। এখানে দাবি একটা উড়ালপুলের।
বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কোলাঘাটে সড়ক অবরোধের জোড়া ফলায় ভোগান্তির শিকার সাধারণ বাসিন্দারা। তমলুকে পুলিশের উপর আক্রমণের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের কাঁকটিয়া বাজার থেকে গোড়াইখালি হয়ে দ্বীপকিশোরপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার মোরাম রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয় কাখরদা, খারুই-১ ও খারুই-১ পঞ্চায়েত এলাকার প্রায় ৩০ টি গ্রামের বাসিন্দা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। কিন্তু খানাখন্দ ও গর্তে গত পাঁচ বছর ধরে বেহাল ওই সড়ক। রাস্তা পাকা করার দাবি জানিয়ে টোটো চালক-সহ প্রায় একশোজন গাড়ি চালক বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে তমলুক থানার ওসি-সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। কিন্তু অবরোধীকারীরা পুলিশদের দিকে ইট-পাটকেল ছো়ড়ে বলে অভিযোগ। পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জন অবরোধকারীকে পুলিশ গ্রেফতার করে।
যে বেহাল রাস্তা সারানোর দাবিতে এ দিনের অবরোধ বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা গেল মোরাম রাস্তার অনেকাংশে খানাখন্দে ভর্তি। ডুমরা গ্রামের বাসিন্দা ভ্যানচালক শেখ সাবির, নুর হোসেন বলেন, ‘‘ পাঁচ বছর ধরে এমন হাল। রাস্তা পাকা হবে তো অনেকদিন ধরে শুনছি। কিন্তু কাজ হচ্ছে কোথায়?’’ এ দিনের অবরোধের পর অস্বস্তিতে পড়েছে স্থানীয় পঞ্চায়েত সমিতির ক্ষমতায় থাকা তৃণমূল নেতৃত্বও। শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বামদেব গুছাইত বলেন, ‘‘ওই রাস্তা পাকা করার দাবি সঙ্গত। কিন্তু তার জন্য এভাবে অবরোধ করে মানুষের হয়রনি করাও সমর্থনযোগ্য নয়। হলদিয়া উন্নয়ন পর্ষদ অর্থ বরাদ্দ করেছে ওই রাস্তার জন্য। কাজের প্রক্রিয়া চলছে।’’
উড়ালপুলের দাবিতে সড়ক অবরোধ হয়েছে কোলাঘাটের দেউলিয়া বাজারে হাওড়া থেকে খড়গপুরগামী ৬ নম্বর জাতীয় সড়কেও। সকাল সাড়ে ৭ টা থেকে এক ঘণ্টা অবরোধে যানজট হয়। জানা গিয়েছে , দেউলিয়া বাজারের সংলগ্ন জাতীয় সড়কের ধারে প্রতিদিন ভোররাত থেকেই ফুলের বাজার বসে। দেউলিয়া গ্রামের ফুলচাষি মদন পাত্র (৬৫) এ দিন সকালে ফুল বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় লরির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এরপরই উড়ালপুলের দাবিতে শুরু হয় অবরোধ। কোলাঘাট থানার পুলিশ আশ্বাস দিয়ে অবরোধ তোলে।