Swastha Sathi

ছুটির দিনেও স্বাস্থ্য সাথী

কোলাঘাটের কোলা গ্রামের বাসিন্দা বছর পঞ্চান্নর সমর মাইতি পেশায় আনাজ ব্যবসায়ী। সমর দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ০২:০৯
Share:

দেওয়া হচ্ছে কার্ড। নিজস্ব চিত্র।

স্বাস্থ্যসাথীর কার্ড দিনে ছুটির দিনেও হাওড়ার একটি নার্সিংহোমে হাজির হলেন কোলাঘাটের বিডিও মদন মণ্ডল।

Advertisement

কোলাঘাটের কোলা গ্রামের বাসিন্দা বছর পঞ্চান্নর সমর মাইতি পেশায় আনাজ ব্যবসায়ী। সমর দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। রবিবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে উলুবেড়িয়ায় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসার খরচে পরিবারের মাথায় হাত পড়ে। বিষয়টি জানতে পারেন মদন মণ্ডল। তিনি অফিস কর্মীদের সঙ্গে নিয়ে হাজির হন নার্সিং হোমে। সেখানেই স্বাস্থ্যসাথীর কার্ড বানিয়ে তুলে দেওয়া হয় অসুস্থ সমরের পরিবারের হাতে। শুরু হয় চিকিৎসা। সমরের স্ত্রী অনিমা মাইতি বলেন, ‘‘স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করা ছিল। কিন্তু কার্ড হাতে পাইনি। আমাদের সমস্যার কথা শুনে বিডিও নিজে এসে নার্সিং হোমের মধ্যেই কার্ড বানিয়ে দিয়ে যান।’’ মদনের কথায়, ‘‘ওই পরিবারটি দুঃস্থ। ওদের সমস্যার কথা জানতে পেরে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির সমস্ত সরঞ্জাম নিয়ে নার্সিং হোমে গিয়েছিলাম। চিকিৎসা শুরু হয়েছে দেখে ভাল লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement