Suvendu Adhikari

রাজ্যের মতো কেন্দ্রেও আলাদা সমবায় মন্ত্রক হোক, দাবি শুভেন্দুর

শুভেন্দুর দাবি, ১৯৭৩ সালে এ রাজ্যে প্রথম যে সমবায় আইনের খসড়া তৈরি হয়েছিল, তা তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশংকর রায় কাঁথি কলেজের প্রয়াত গণিতের অধ্যাপক সুধাংশুশেখর পণ্ডার কাছে পাঠিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৯:৩৯
Share:

তমলুকে শুভেন্দু। নিজস্ব চিত্র।

রাজ্যে যেমন আলাদা সমবায় দফতর আছে তেমনই পৃথক সমবায় মন্ত্রক গড়ুক কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার নিখিল ভারত সমবায় সপ্তাহ উদ্‌যাপন অনুষ্ঠানে এমনই দাবি তুললেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

এ দিন পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে ওই অনুষ্ঠান হয়। সেখানে শুভেন্দু বলেন, ‘‘বৈদ্বনাথন কমিশনের সুপারিশ মেনে ২০০৬ সালে যে সমবায় আইন তৈরি হয়েছে সেই মোতাবেক সমবায়কে আমরা চতুর্থ সরকার বলি। অথচ এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্তরে কোনও পৃথক সমবায় মন্ত্রক নেই। সমবায় আন্দোলনকারীদের বহুদিনের দাবি, রাজ্যে রাজ্যে যেমন সমবায় দফতর আছে, আমরা চাই তেমনই কেন্দ্রেও পৃথক সমবায় মন্ত্রক গড়া হোক।’’

শুভেন্দুর দাবি, ১৯৭৩ সালে এ রাজ্যে প্রথম যে সমবায় আইনের খসড়া তৈরি হয়েছিল, তা তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশংকর রায় কাঁথি কলেজের প্রয়াত গণিতের অধ্যাপক সুধাংশুশেখর পণ্ডার কাছে পাঠিয়েছিলেন। সমবায় আন্দোলনে রাজ্যকে পথ দেখিয়েছে মেদিনীপুর। শুভেন্দু এ দিন বলেন, ‘‘দেশে সমবায় ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া দরকার। নিষ্ক্রিয় সমিতিগুলিকে সক্রিয় করতে হবে। আরও বেশি করে ফারমার্স ক্লাব খুলতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নেমে আরও কিসান কার্ড দিয়ে কৃষকদের হাত মজবুত করতে হবে।’’ তাঁর কথায়, ‘‘১৯৯৬ সালে যুবক বয়স থেকে আমি সমবায় আন্দোলন করি। আমি গর্ব করতেই পারি যে, কো অপারেটিভ সেক্টরের সব ক্ষেত্রেই সরাসরি যুক্ত রয়েছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন