নাচার জায়গা নির্দিষ্ট করা হল মেলায়

এখনও চার দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাকি রয়েছে হলদিয়া মেলায়। আদনান স্বামী, কবিতা কৃষ্ণমুর্তি, শানের মতো মুম্বইয়ের একাধিক সঙ্গীত জগতের ‘তারা’রা আসবেন আগামী কয়েক দিনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০১
Share:

বুধবার মেলায় সঙ্গীতানুষ্ঠান আরমান মালিক-এর। —নিজস্ব চিত্র

এক দিন আগেই জনপ্রিয় র‌্যাপার তথা সঙ্গীত শিল্পী গুরু রনধাওয়ার অনুষ্ঠান চলাকালীন বসার আসন নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল দর্শকদের মধ্যে। ভাঙচুর করা হয়েছিল চেয়ার। সেই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয়, সে জন্য মেলার নিরাপত্তা ব্যবস্থা কড়া করল প্রশাসন। পাশাপাশি, গানের তালে নাচার জন্য দর্শকদের জায়গা নির্দিষ্ট করল পুলিশ।

Advertisement

এখনও চার দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাকি রয়েছে হলদিয়া মেলায়। আদনান স্বামী, কবিতা কৃষ্ণমুর্তি, শানের মতো মুম্বইয়ের একাধিক সঙ্গীত জগতের ‘তারা’রা আসবেন আগামী কয়েক দিনে। তাই কঠোর করা হয়েছে মেলার নিয়ম। বুধবার রাতে ছিল মুম্বইয়ের গায়ক আরমান মালিকের গানের আসর। ওই অনুষ্ঠান শুরুর আগেই হলদিয়ার এসডিপিও তন্ময় মুখোপাধ্যায় জানিয়ে দেন, নাচতে ইচ্ছুক দর্শকদের ‘ডি জোনে’ গিয়ে নাচতে হবে। সামনের সারিতে ভিআইপি এবং ভিভিআইপি আসনের সামনে তাঁদের কোনও ভাবেই আসা যাবে না।

মেলা সূত্রের খবর, মেলায় দর্শক সংখ্যা সামাল দেওয়ার জন্য পুলিশ আরও বেশি সংখ্যায় মোতায়েন করা হয়েছে। পাশপাশি, অতিরিক্ত ভলান্টিয়ার এবং সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার গুরু রনধাওয়ার গান চলাকালীন উতেতজিত দর্শকেরা মঞ্চের সামনে গিয়ে নাচার চেষ্টা করে বলে অভিযোগ। পরে পুলিশ লাঠিচার্জ করে এবং দর্শকেরা ব্য়ারিকেড এবং চেয়ার ভাঙচুর করেন। দাবি, অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল এর জেরে।

Advertisement

বৃহস্পতিবার হলদিয়া পুরসভার চেয়ারম্যান তথা মেলা কমিটির সম্পাদক শ্যামল আদক বলেন, ‘‘যাতে কারও অসুবিধে না হয়, সে জন্য সবাইকেই খেয়াল রাখতে হবে। সকলের পুলিশকে সব রকম সহযোগিতা করা দরকার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement