পিঠে খেয়ে অসুস্থ সাত

পিঠে খেয়ে অসুস্থ হয়ে পড়ল একই পরিবারের সাতজন। অসুস্থদের মধ্যে চার শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে গড়বেতা থানার গুয়াইদহ সংলগ্ন পরাণনগর গ্রামে।

Advertisement
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৬ ০০:৫৭
Share:

পিঠে খেয়ে অসুস্থ হয়ে পড়ল একই পরিবারের সাতজন। অসুস্থদের মধ্যে চার শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে গড়বেতা থানার গুয়াইদহ সংলগ্ন পরাণনগর গ্রামে। সকলেই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের সুপার গোপাল দে বলেন, “বিষক্রিয়ায় জেরেই এমন ঘটনা। অসুস্থদের চিকিৎসা চলছে।” স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে গ্রামের আতাউল খানের বাড়িতে পিঠে তৈরি হচ্ছিল। আতাউলের ছেলে তৈদুল্লা খান জানান, ধানের আগাছা মারার জন্য বাড়িতে রাসায়নিক শুকনো পাউডার মজুত ছিল। সেটি দেখতে খাবার সোডার মতো। ভুলবশত খাবার সোডা ভেবে ঘাস নষ্ট করার ওই সাদা পাউডার চালের গুঁড়িতে মেশানো হয়েছিল। ফলে পিঠে খাওয়ার ঘন্টাখানেক পরই বাড়ির সদস্যরা একে একে করে অসুস্থ হতে শুরু করে। হাসপাতাল সূত্রের খবর, অসুস্থদের সকলেরই পেটের যন্ত্রণা এবং বমি হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন