তমলুক পুরসভার পাঁচ কর্মীকে নোটিস

অফিসে নিয়মিত হাজির না হওয়ার কারণে তমলুক পুরসভার ৫ কর্মীকে নোটিস করল পুরসভা কর্তৃপক্ষ। এদের মধ্যে এক কর্মীকে শো-কজ করা হয়েছে। এই ঘটনায় পুরসভার অন্দরে আলোড়ন পড়েছে। পুরসভার কর্মীদের একাংশের অনিয়মিত হাজিরার ফলে পুরসভার বিভিন্ন কাজে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। এ নিয়ে নড়েচড়ে বসেছে সদ্য পুরপ্রধান পদে যোগ দেওয়া প্রবীন কাউন্সিলর রবীন্দ্রনাথ সেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০১:০৪
Share:

অফিসে নিয়মিত হাজির না হওয়ার কারণে তমলুক পুরসভার ৫ কর্মীকে নোটিস করল পুরসভা কর্তৃপক্ষ। এদের মধ্যে এক কর্মীকে শো-কজ করা হয়েছে। এই ঘটনায় পুরসভার অন্দরে আলোড়ন পড়েছে। পুরসভার কর্মীদের একাংশের অনিয়মিত হাজিরার ফলে পুরসভার বিভিন্ন কাজে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। এ নিয়ে নড়েচড়ে বসেছে সদ্য পুরপ্রধান পদে যোগ দেওয়া প্রবীন কাউন্সিলর রবীন্দ্রনাথ সেন। বিভিন্ন দফতরে আচমকা হাজির হয়ে কর্মীদের উপস্থিতি ও তাঁদের কাজ খতিয়ে দেখে পুরপ্রধান জানতে পারেন পুরসভার কয়েকজন কর্মী প্রতি মাসে পুরসভার অফিসে একবার মাত্র উপস্থিত হন শুধুমাত্র বেতন নেওয়ার দিনে। আর এরপরেই ওই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রথমে তাঁদের সতর্ক করে নোটিস পাঠানো হয়। তমলুকের পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন বলেন, ‘‘পুরসভার কয়েকজন কর্মী নিয়মিত অফিসে উপস্থিত হচ্ছিল না বলে অভিযোগ আসছিল। পুরসভার ওই কর্মীরা অফিসে নিয়মিত হাজির না হলেও প্রতিমাসে বেতন তুলছিলেন বলে অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখার পরে পুরসভার পাঁচজন কর্মীকে সতর্ক করে নোটিস পাঠানো হয়েছিল। এক কর্মীকে একাধিকবার নোটিস পাঠানো হলেও তিনি হাজির হননি। ওই কর্মীকে শো-কজ করা হয়েছে। কাজে ফাঁকি দেওয়া কর্মীদের বিরুদ্ধে সরকারি নিয়ম মেনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement