সেই জার্সি। নিজস্ব চিত্র
চলছে ফুটবল ম্যাচ। টানটান উত্তেজনা। দর্শকদের চোখ আটকে একটি দলের জার্সিতে। বিমান ও রেলের ছবি দেওয়া জার্সিতে লেখা ‘সব বেচে দে নরেন’। ঠিক যেমনটা দেখা গিয়েছিল সম্প্রতি মেদিনীপুরে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায়। খেলার মাঠে এই ঘটনায় শুরু হল রাজনৈতিক চাপানউতোর।
চন্দ্রকোনার মহেশপুরের জাকির হোসেন স্মৃতি সঙ্ঘ নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। এ বার ১১ তম বছরের প্রতিযোগিতা শুরু হয়েছিল মঙ্গলবার। আটদলীয় প্রতিযোগিতা। বুধবার ছিল ফাইনাল। নকআউট পর্বের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ‘বি কে মহাজোট’ আর গড়বেতার ‘ঘড়ামারা বি বি সি আর গাঁওতা’। মহাজোটের খেলোয়াড়েরা পরেছিলেন ‘সব বেচে দে নরেন’ জার্সি। খেলোয়াড়েরা সকলেই স্থানীয় যুবক। তাঁদেরই মধ্যে বাবাই পণ্ডিত, রাজীবুর মণ্ডলেরা জানালেন, কেন্দ্রীয় নীতির প্রতিবাদেই তাঁরা এই জার্সি বেছেছেন। প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা তথা স্থানীয় ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খান বলেন, ‘‘অংশগ্রহণকারী দলগুলি নিজেরা জার্সি এনেছিল।’’ ‘বি কে মহাজোটে’র পক্ষে মেহেবুব খান বলেন, ‘‘কেন্দ্র সরকার দেশের সবকিছু বেচে দিচ্ছে। তাই এই প্রতিবাদ।’’
নরেন কে? স্পষ্ট নয়। তবে লক্ষ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা আড়ালে মানছে সব পক্ষ। তাই স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের সভাপতি রাজীব পাল বলেন, ‘‘তৃণমূল সংস্কৃতি নিয়ে বড়াই করছে। ওদের সংস্কৃতি কী তা এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল।’’ চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক ছায়া দোলুইয়ের প্রতিক্রিয়া, ‘‘মানুষ কেন্দ্রের নীতিতে বিরক্ত। খেলার মাঠেও তাই প্রতিবাদ হচ্ছে।’’