কী ইঙ্গিত দিলেন মৃণাল ঠাকুর? ছবি: ফেসবুক।
যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া-পড়শির ঘুম নেই! মৃণাল ঠাকুর আর ধনুষ ফেব্রুয়ারিতে সাতপাক ঘুরবেন। এমন গুঞ্জন ছড়াতেই উত্তাল সমাজমাধ্যম। খুশিতে ফেটে পড়েছেন অনুরাগীরাও। মৃণাল জানিয়েছেন, তিনি কিন্তু শান্ত, অবিচল!
বলিউডে গুঞ্জন, ফেব্রুয়ারিতে নাকি বলিউডে একের পর এক বিয়ে। তালিকায় প্রথম বিজয় দেবরকোন্ডা-রশ্মিকা মন্দানা। শোনা যাচ্ছে, শ্রদ্ধা কপূর-রাহুল মোদীরও নাকি এই মাসেই চারহাত এক হবে। সেই তালিকায় উঠে এসেছে ধনুষ-মৃণালের নামও।
গুঞ্জন যখন বিশ্বাসযোগ্যতায় পরিণত হতে চলেছে, তখনই রাশ টেনেছেন দুই অভিনেতার ঘনিষ্ঠরা। তাঁরা জানিয়েছেন, এ রকম কিছুই ঘটছে না। বিয়ে নিয়ে কোনও কথাই হয়নি দুই তারকার মধ্যে। সবটাই জল্পনা। বিয়ের কথা সত্যি না মিথ্যা— এই নিয়ে যখন জোরদার কানাঘুষো চলছে, তখনই মুখ খুলেছেন মৃণাল।
একটি ছবি ভাগ করে নিয়েছেন নায়িকা। নৌকায় বসে সূর্যাস্ত দেখছেন তিনি। খোলা চুল হাওয়ার দাপটে অবাধ্য। বিবরণীতে মৃণাল লিখেছেন, “আমি শান্ত, স্থির, অবিচল, উজ্জ্বল।”
এই বক্তব্য জানিয়ে কী বোঝাতে চাইলেন অভিনেত্রী? তিনি এত গুঞ্জনের মধ্যেও স্থির, এটাই? না কি, তিনি ধনুষের সঙ্গে সম্পর্কে বা বিবাহে অবিচল? কে এই কৌতূহল মেটাবে!