পারিবারিক পুকুর নিয়ে বিবাদের জেরে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। নন্দকুমার থানার তাড়াগেড়িয়া গ্রামের ঘটনা। গত শুক্রবার বিকেলে মারধরের জেরে জয়দেব নায়েক নামে ওই প্রৌঢ় গুরুতর আহত হন। তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধকে মারধরের অভিযোগে তাঁর ছেলে সঞ্জয় নায়েককে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। ধৃত সঞ্জয় কম্পিউটার ইঞ্জিনিয়ার। পেশায় তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মী। রবিবার তাঁকে তমলুক আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাড়াগেড়িয়া গ্রামের বাসিন্দা জয়দেববাবুর দুই ছেলে। সঞ্জয় তাঁর বড় ছেলে। পারিবারিক পুকুর নিয়ে দুই ছেলের মধ্যে বিরোধ বাধে। এ নিয়ে বাবার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গত শুক্রবার বিকেলে সঞ্জয় জয়দেববাবুকে লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। মারধরে গুরুতর আহত হন জয়দেববাবু। তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জয়দেববাবুকে মারধরের অভিযোগের ভিত্তিতে ছেলে সঞ্জয়কে শনিবার রাতে নন্দকুমার থানার পুলিশ গ্রেফতার করে।