Tamluk

ভস্মীভূত ৩টি দোকান,  চাপানউতোর   

অজ্ঞাত পরিচয় দুষ্কৃীতারা আগুন লাগিয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে তমলুক থানায়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ০৪:৫৬
Share:

পুড়ে যাওয়া দোকান। নিজস্ব চিত্র।

আগুনে ভস্মীভূত হল তিনটি দোকান । শনিবার রাতে এই ঘটনা ঘটেছে তমলুক থানার নেতাজিনগর বাজারে। ক্ষতি হয়েছে একটি ফলের দোকান, একটি আনাজ দোকান ও একটি স্টেশনারি দোকান।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে নেতাজিনগরে বাজারে একাধিক দোকান রয়েছে । শনিবার রাত প্রায় ১২টা নাগাদ ওই বাজারের তিনটি দোকানে আগুন লাগে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃীতারা আগুন লাগিয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে তমলুক থানায়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে।

যদিও এই ঘটনা নিয়ে বিজেপি-তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে ফলের দোকানের মালিক অভিরাম সামন্ত বিজেপির বল্লুক-২ অঞ্চলের ৭৪ নম্বর বুথ সভাপতি। দলের জেলা (তমলুক) সহ-সভাপতি আশিস মণ্ডলের অভিযোগ, ‘‘আমাদের দলের বুথ সভাপতি অভিরামের নেতৃত্বে এলাকায় বিজেপির সংগঠন বৃদ্ধি পেয়েছে। তাই বিজেপির শক্তিবৃদ্ধি ঠেকাতে পরিকল্পিতভাবে তৃণমূলের লোকজন অভিরাম সহ আমাদের তিন সমর্থকের দোকানে আগুন লাগিয়েছে। পুলিশের কাছে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীর গ্রেফতারের দাবি জানিয়েছি।’’

Advertisement

বিজেপির অভিযোগ উড়িয়ে শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল সভাপতি শরৎ মেট্যা বলেন, ‘‘নেতাজিনগর বাজারে যাঁদের দোকান পুড়েছে তাঁদের দু’জন আমাদের দলের সমর্থক। একজন বিজেপি সমর্থক। বিদ্যুতের শট সার্কিট থেকে দোকানে আগুন লেগেছে জানতে পেরেছি। এটা দুর্ঘটনা। পুলিশ তদন্ত করছে। কিন্তু দোকানে আগুন লাগার ঘটনার প্রকৃত কারণ না জেনেই বিজেপি নেতৃত্ব আমাদের দলের লোকজনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন