পুরপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পুরপ্রধান কল্যানী ঘোষ। নিজস্ব চিত্র ।
পর্যাপ্ত পরিষেবা প্রদান করতে ব্যর্থ হওয়ায় এ বার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর শো কজ়ের চিঠি পাঠিয়েছিল তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভায়। সেই চিঠি পেয়ে এ বার নড়েচড়ে বসল পুরসভা।
সূত্রের খবর, ৩৫ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠক করেন পুরপ্রধান কল্যাণী ঘোষ। উপস্থিত ছিলেন ৩২ জন কাউন্সিলর। বৈঠকে উপস্থিত ছিলেন না বিজেপি কাউন্সিলর তথা বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। তবে না থাকার বিষয়টি তিনি পুরপ্রধানকে মেল করে জানিয়ে দিয়েছিলেন। এ ছাড়াও বৈঠকে ছিলেন না আরও এক বিজেপি কাউন্সিলর।
পুরপ্রধান কল্যাণী কল্যানী ঘোষ সেই শো কজ়ের উত্তরে জানান, প্রতি দিন বাড়ি থেকে অন্ততপক্ষে ১৫ থেকে ২০ টন ময়লা সংগ্রহ করা হচ্ছে। ২০১৮ সাল থেকে এই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, সেই মতো কাজও করছেন তাঁরা। তিনি আরও জানান, রাস্তাঘাটে প্রচুর পথবাতি বসানো হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থার কাছে আরও পথবাতি বাসানোর কথা জানানো হয়েছে। নিয়মিত আর্বজনা পরিষ্কার করা হয় বলেই এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ছিল আগের বছরের তুলনায়। চলতি বছরে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন মাত্র দু’জন।
উল্লেখ্য, পানীয় জলের সঙ্কট, অপরিছন্ন রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় অর্বজনার স্তূপ, বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহে অনিয়ম, নিকাশি সমস্যা এবং রাস্তায় অপর্যাপ্ত পথবাতি-সহ আরও অনেক সমস্যা নিয়ে নাগরিকেরা পুরসভার বিরুদ্ধে অভিযোগ জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে। অভিযোগের ভিতিত্তে সংশ্লিষ্ট দফতর থেকে শো-কজ় নোটিস পৌঁছোয় খড়্গপুর পুরসভায়।