কোলাকুলি: সম্প্রীতির বার্তা নিয়ে নাটক। ছবি: কিংশুক আইচ
সফদর হাসমির জন্মদিন আর তাদের সংস্থার ৫০ তম বর্ষ পূর্তি একই সঙ্গে পালন করল ভারতীয় গণসংস্কৃতি পরিষদের মেদিনীপুর শাখা নিশান। বুধবার সারা দেশের সঙ্গে মেদিনীপুরেও পালিত হল পথনাটক দিবস। সারাদিনই শহরে চলল পথনাটকের অভিনয়।
শহরের বটতলাচক, পঞ্চুরচক, জুগনুতলা ও নিমতলাচকে অভিনীত হয় ‘ফটিকের স্বপ্নগুলি’। ফটিকের স্বপ্নের মধ্যে ফুটে ওঠে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা। শহরের মানুষের ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়েই চলে অভিনয়। সংস্থার সভাপতি বিরতি দে বলেন, ‘‘এককালে সাধারণ মানুষ নাটকে খুব উৎসাহী ছিলেন। কিন্তু এখন মোবাইলের আর মেগা সিরিয়ালের চাপে মানুষ নাটক ভুলতে বসেছে।’’ কিন্তু তাঁদের সংস্থার তো একটা রাজনৈতিক পরিচয় রয়েছে। সে ক্ষেত্রে মানুষের যোগদান নিয়ে একটা সীমাবদ্ধতা থাকতে পারে। বিরতিবাবুর জবাব, ‘‘রাজনীতি বাদ দিয়ে কিছুই যেমন হয় না। তেমন আবার রাজনীতিই সব কিছু নয়।’’ আর এই সব কিছু মিলিয়েই তাঁরা পালন করছেন তাঁদের ৫০ বছর।