সমস্যা মেদিনীপুর কলেজে

ফল বেরোলেও মেলেনি মার্কশিট

মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরার আশ্বাস, “ফার্স্ট সেমেস্টারের মার্কশিট শীঘ্রই দিয়ে দেওয়া হবে।” কলেজের এক আধিকারিকের কথায়, “একে একে বিভিন্ন সেমেস্টারের মার্কশিট দেওয়া হচ্ছে। এ বার ফার্স্ট সেমেস্টারের মার্কশিটও দিয়ে দেওয়া হবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ০২:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

এক মাস হয়ে গেল ফলপ্রকাশ হয়েছে। অথচ, এখনও স্নাতকে ফার্স্ট সেমেস্টারের মার্কশিট হাতে পাননি পড়ুয়ারা। ঘটনাটি মেদিনীপুর কলেজের (স্বশাসিত)। এ নিয়ে অসন্তোষও দেখা দিয়েছে ওই পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের মধ্যে। উত্তীর্ণ এক পড়ুয়ার কথায়, “ফলপ্রকাশের পরপরই মার্কশিট দেওয়ার কথা। কিন্তু তা দেওয়া হয়নি।”

Advertisement

মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরার আশ্বাস, “ফার্স্ট সেমেস্টারের মার্কশিট শীঘ্রই দিয়ে দেওয়া হবে।” কলেজের এক আধিকারিকের কথায়, “একে একে বিভিন্ন সেমেস্টারের মার্কশিট দেওয়া হচ্ছে। এ বার ফার্স্ট সেমেস্টারের মার্কশিটও দিয়ে দেওয়া হবে।”

বছর তিনেক আগেই মেদিনীপুর কলেজ স্বশাসিত হয়ে গিয়েছে। চালু হয়েছে সেমেস্টার ব্যবস্থা। স্নাতকে এখন বছরে দু’টি সেমেস্টার হয়। প্রথম বর্ষের পড়ুয়াদের ফার্স্ট সেমেস্টার হয়েছে গত ডিসেম্বরে। ফলপ্রকাশ হয় গত ১২ মে। ওই দিন পড়ুয়ারা কলেজের ওয়েবসাইট থেকে ফল জেনে নেন। জেনে নেন, কে কত নম্বর পেয়েছেন। কিন্তু উত্তীর্ণ পড়ুয়াদের মার্কশিট দেওয়া হয়নি। স্বশাসিত হয়ে যাওয়ার পরে মার্কশিট কলেজই তৈরি করে। কলেজের এক আধিকারিকের কথায়, “ছাত্রছাত্রীরা তো ওয়েবসাইট থেকে ফলাফল জেনে নিয়েছে। এ ক্ষেত্রে দ্রুত মার্কশিট হাতে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ নয়। তবুও চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মার্কশিট দিয়ে দেওয়ার।”

Advertisement

বস্তুত, মার্কশিট দেওয়ার ক্ষেত্রে বিলম্বের ঘটনা এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও ঘটেছে। এ বার অবশ্য ওই পরিস্থিতি আর হয়নি। এ বার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পার্ট থ্রি-র ফলপ্রকাশ হয়েছে পরীক্ষা শেষের ৩৭ দিনের মাথায়। ফলপ্রকাশের দিনই কলেজগুলোয় মার্কশিট পৌঁছে দেওয়া হয়। কলেজ থেকে মার্কশিট সংগ্রহ করেন উত্তীর্ণ পড়ুয়ারা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলপ্রকাশে বিলম্বের অভিযোগ নতুন নয়। বিশেষ করে স্নাতকোত্তর ও দূরশিক্ষায় এই অভিযোগ উঠত। এখন অবশ্য উপাচার্য রঞ্জন চক্রবর্তীর নির্দেশে নড়েচড়ে বসেছে পরীক্ষা নিয়ামকের দফতর। নির্দিষ্ট সময়ের মধ্যে ফলপ্রকাশের চেষ্টা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দাবি, এ বার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ই প্রথম পার্ট থ্রি- র ফলপ্রকাশ করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন