১৩ আসনে প্রার্থী দিল এসইউসি

পশ্চিম মেদিনীপুরের ১৯টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থী দিল এসইউসি। শুক্রবার মেদিনীপুরে দলের জেলা কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন এসইউসি-র জেলা সম্পাদক অমল মাইতি।

Advertisement

নিজস্ব সংবদাদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০১:২৬
Share:

পশ্চিম মেদিনীপুরের ১৯টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থী দিল এসইউসি। শুক্রবার মেদিনীপুরে দলের জেলা কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন এসইউসি-র জেলা সম্পাদক অমল মাইতি। অমলবাবু বলেন, “অভিজ্ঞতা বলছে, সরকারি ক্ষমতার পরিবর্তনে মানুষের জীবন-জীবিকার কল্যাণ হয় না। হয় শক্তিশালী গণ- আন্দোলনের মাধ্যমে। এই উপলব্ধিকে পাথেয় করে এসইউসি এ বার বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার ১৩টি আসনে প্রার্থী দিচ্ছে।”

Advertisement

মেদিনীপুর শহরে দলের প্রার্থী সুশান্ত সাহু, খড়্গপুর সদরে সুরঞ্জন মহাপাত্র, ঝাড়গ্রামে মহাদেব প্রতিহার, ঘাটালে অঞ্জন জানা। ইতিমধ্যে জেলায় হ্যান্ডবিল, দেওয়াল লিখন, ফ্লেক্স এবং মাইক সহযোগে নির্বাচনী প্রচারের কাজ দলের কর্মীরা শুরু করে দিয়েছেন বলেও জানান অমলবাবু। তাঁর দাবি, অন্য বারের তুলনায় এ বার দলের প্রার্থীরা প্রচারে অনেক বেশি সমর্থনও পাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement