বেপরোয়া গাড়ি রুখতে নজরদারি

হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ ও নজরদারি চালাতে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর বিষয়ে উদ্যোগী হল জেলা পুলিশ। বৃহস্পতিবার জাতীয় সড়কের বিভিন্ন স্থানে বর্তমান ট্রাফিক ব্যবস্থা পরিদর্শনে আসেন রাজ্য পুলিশের আইজি (ট্রাফিক) মনোজ ভার্মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০১:৩৫
Share:

হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ ও নজরদারি চালাতে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর বিষয়ে উদ্যোগী হল জেলা পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার জাতীয় সড়কের বিভিন্ন স্থানে বর্তমান ট্রাফিক ব্যবস্থা পরিদর্শনে আসেন রাজ্য পুলিশের আইজি (ট্রাফিক) মনোজ ভার্মা।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক, হাওড়া–খড়গপুরগামী ৬ নম্বর জাতীয় সড়ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে বেপরোয়া গাড়ির গতি নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্ঘটনা ও অপরাধমূলক ঘটনা রুখতে আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আর সেই পরিকল্পনা রূপায়ণে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ক্যামেরা বসিয়ে স্বয়ংক্রিয়ভাবে নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে প্রথম পর্যায়ে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক ও হাওড়া-খড়গপুর ৬ নম্বর জাতীয় সড়কে ওয়াচ টাওয়ার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজ্য পুলিশের আই জি (ট্রাফিক) হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে কোলাঘাট, মেচেদা, রাধামণি, নিমতৌড়ি, নন্দকুমার, কাপাসএড়্যা, ব্রজলালচক, রানীচক প্রভৃতি এলাকায় গিয়ে বর্তমান ট্রাফিক পয়েন্টগুলি পরিদর্শন করেন। এ দিন আইজি ট্রাফিক) মনোজ ভার্মার পরিদর্শনের সময় ছিলেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ডিএসপি (ট্রাফিক) স্বপনকুমার ঘোষ।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘গাড়ির বেপরোয়া গতি ও অপরাধমূলক ঘটনা রুখতে জাতীয় সড়কে কিছু জায়গায় ওয়াচ টাওয়ার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে হলদিয় –মেচেদা জাতীয় সড়ক এবং ৬ নম্বর জাতীয় সড়কে চারটি ওয়াচ টাওয়ার বসানো হবে।’’

তিনি আরও জানান, এইসব টাওয়ারে ক্যামেরা ও নজরদারি পুলিশ দুই থাকবে। পরবর্তী পর্যায়ে দিঘা-কলকাতা সড়কে এধরনের নজরদারি টাওয়ার বসানো হবে।

এ দিনই দিঘায় চালু হল ট্রাফিক সিগন্যাল ব্যাবস্থা। দিঘা বাইপাস ও ওল্ড দিঘার বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার থেকে ট্রাফিক সিগন্যাল চালু হওয়ায় এই সৈকত শহরে যানজটের সমস্যা কমবে দাবি পুলিশের। দিঘাতে গাড়ি নিয়ে বেড়াতে আসা পর্যটকরা এই উদ্যোগে বেশ খুশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন