শহিদ স্মরণে সভায় নন্দীগ্রামে শুভেন্দু

নন্দীগ্রামে গুলিচালনার ঘটনার পর ন’বছর পেরিয়ে গিয়েছে। আজ, সোমবার ঘটনার দশ বছর পূর্তি উপলক্ষে নন্দীগ্রামের সোনাচূড়া ও গোকুলনগরের অধিকারী পাড়ায় স্মরণসভার আয়োজন হবে। এ দিন রাজ্যব্যাপীও নানা কর্মসূচির আয়োজন হচ্ছে। যদিও নন্দীগ্রামের গ্রামের অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন তমলুকের সাংসদ তথা ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০০:১৬
Share:

নন্দীগ্রামে গুলিচালনার ঘটনার পর ন’বছর পেরিয়ে গিয়েছে। আজ, সোমবার ঘটনার দশ বছর পূর্তি উপলক্ষে নন্দীগ্রামের সোনাচূড়া ও গোকুলনগরের অধিকারী পাড়ায় স্মরণসভার আয়োজন হবে। এ দিন রাজ্যব্যাপীও নানা কর্মসূচির আয়োজন হচ্ছে। যদিও নন্দীগ্রামের গ্রামের অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন তমলুকের সাংসদ তথা ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে গুলিচালনার ঘটনা ঘটে। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি শেখ সুফিয়ান বলেন, ‘‘২০০৭ সালের ১৪ মার্চ গণহত্যায় নিহত আন্দোলনকারীদের স্মরণ করতে সোনাচূড়ার ভাঙাবেড়ায় শহিদ স্মৃতিসৌধ ও গোকুলনগরের অধিকারী পাড়ায় স্মরণসভার আয়োজন করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement