বৃদ্ধাশ্রমের শিলান্যাসে শুভেন্দু

বৃদ্ধ-বৃদ্ধাদের যত্ন নেওয়ার ক্ষেত্রে ছেলে-মেয়েদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে শুভেন্দু বলেন, ‘‘এই সব বৃদ্ধ-বৃদ্ধাদের মর্মান্তিক পরিণতি মাঝেমধ্যে আমাদের নজরে আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ০০:০৩
Share:

শুভেন্দু অধিকারী —ফাইল চিত্র

নন্দকুমার ব্লকের পানিসিতি গ্রামে স্বাধীনতা সংগ্রামী সুশীল ধাড়া স্মৃতি বৃদ্ধাশ্রমের শিলান্যাস করলেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আন্তর্জাতিক বয়স্ক দিবস উদযাপন ও পানিসিতি গ্রামে ওই বৃদ্ধাশ্রমের শিলান্যাস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পানিসিতি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত কালীশঙ্কর সাহু-সহ তাঁর পরিবারের সদস্যরা ৭৬ ডেসিমাল জমি দান করেন বৃদ্ধাশ্রম গড়ার জন্য। এদিন তারই শিলান্যাস করে শুভেন্দু বলেন, ‘‘স্বাধীনতা সংগ্রাম সুশীল ধাড়ার নামাঙ্কিত এই বৃদ্ধাশ্রম গড়ার জন্য একটি পরিবার জমি দান করেছেন। আরও অনেকে অর্থ সাহায্য করেছেন। এঁদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এই ধরনের কাজের ক্ষেত্রে ইচ্ছাশক্তি সবচেয়ে বড়। অর্থ কোনও বাধা হবে না।’’

Advertisement

বৃদ্ধ-বৃদ্ধাদের যত্ন নেওয়ার ক্ষেত্রে ছেলে-মেয়েদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে শুভেন্দু বলেন, ‘‘এই সব বৃদ্ধ-বৃদ্ধাদের মর্মান্তিক পরিণতি মাঝেমধ্যে আমাদের নজরে আসে। তাই তাঁদের শেষ জীবন যাতে ভালভাবে কাটে সেদিকে নজর দিন।’’

এদিন নন্দকুমারের ওই বৃদ্ধাশ্রম গড়ার জন্য সাহায্যের প্রতিশ্রুতি দেন শুভেন্দু। অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান ও মৎস্য-প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী প্রমুখ। উদ্যোক্তাদের তরফে যোগেশ সামন্ত বলেন, ‘‘জমির চারদিকে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে। একটি পুকুরও সংস্কার করা হয়েছে। এ বার ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন