এগরার দায়িত্বে নতুন এসডিপিও

বুধবার বাংলোয় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানোর ঘটনায় বদলি করা হয়েছিল এগরার মহকুমা পুলিশ আধিকারিক মনোরঞ্জন ঘোষকে। তাঁর জায়গায় বৃহস্পতিবার নতুন দায়িত্ব নিলেন তন্ময় সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ০০:৪৮
Share:

বুধবার বাংলোয় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানোর ঘটনায় বদলি করা হয়েছিল এগরার মহকুমা পুলিশ আধিকারিক মনোরঞ্জন ঘোষকে। তাঁর জায়গায় বৃহস্পতিবার নতুন দায়িত্ব নিলেন তন্ময় সরকার। তিনি পূর্ব মেদিনীপুর জেলার ডিএসপি (ডি অ্যান্ড টি) পদে ছিলেন।

Advertisement

বুধবার এসডিপিও মনোরঞ্জন ঘোষ দাবি করেছিলেন, তিনি গুলি চালিয়েছিলেন জেলা পুলিশ সুপারের নির্দেশে। যদিও এগরা থানায় করা অভিযোগপত্রে ওই দাবি করেননি তিনি। মনোরঞ্জনবাবুর এই দাবির বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “মনোরঞ্জনবাবুর দাবি নিয়ে আমি মন্তব্য করব না। তাঁর যা বক্তব্য তিনি
তদন্তে জানাবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement