শুধু পাঠ্য বই পড়েই মাধ্যমিকে দশম সুরজিৎ

সুরজিৎ জানিয়েছে, স্কুলের শিক্ষকরাই তাকে পড়াশোনায় সাহায্য করেছে। একাধিক গৃহশিক্ষক থাকা সত্ত্বেও ক্লাস ফাঁকি দেয়নি সে। বরাবরই পাঠ্যবই পড়ায় বিশ্বাস সে। সচিন-সৌরভের ভক্ত সময় সুরজিৎ সুযোগ পেলেই ক্রিকেট দেখে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ০২:২৪
Share:

খুশি: স্কুলের শিক্ষকদের সঙ্গে সুরজিৎ। নিজস্ব চিত্র

মহিষাদল রাজ হাইস্কুলের ছাত্র সুরজিৎ সাউ এ বার মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থানে। তার প্রাপ্ত নম্বর ৬৮১।

Advertisement

অঙ্ক ও পদার্থ বিজ্ঞানে সে পুরো ১০০ পেয়েছে। সুরজিতের বাড়ি নন্দকুমারে। বাবা তপন সাউ এর আসবাবাপত্রের দোকান রয়েছে। মা গৃহবধূ। সুরজিৎ জানিয়েছে, স্কুলের শিক্ষকরাই তাকে পড়াশোনায় সাহায্য করেছে। একাধিক গৃহশিক্ষক থাকা সত্ত্বেও ক্লাস ফাঁকি দেয়নি সে। বরাবরই পাঠ্যবই পড়ায় বিশ্বাস সে। সচিন-সৌরভের ভক্ত সময় সুরজিৎ সুযোগ পেলেই ক্রিকেট দেখে। পাড়ার বন্ধুদের সাথে খেলতেও যায়। গল্পের বই ভালোবাসে। স্কুলের লাইব্রেরির বই এনে সে পড়ত। সুরজিৎ জানিয়েছে, সে চিকিৎসক হতে চায়। মহিষাদল রাজ হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার তুঙ্গ বলেন, ‘‘সুরজিৎ বিনয়ী। শেখার আগ্রহ দেখার মতো।’’ সুরজিতের বাবা তপনকুমার সাউ বলেন, ‘‘ছেলের এমন সাফল্যে খুশি তো বটেই। নিজের যা ইচ্ছা, ও সেটা নিয়েই পড়াশোনা করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement