Medinipur

মেদিনীপুরে কালীমন্দিরে চুরি, মূর্তির গা থেকে লক্ষাধিক টাকার গয়না লোপাট

১৫০ বছরের পুরনো মন্দির। শনিবার মাঝরাতে দুষ্কৃতীরা তালা ভেঙে চুরি করে নিয়ে যায় মায়ের গায়ে থাকা  সোনা রুপার গহনা-সহ মন্দিরে থাকা আরও অনেক কিছু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৩:২১
Share:

মেদিনীপুরের মানিকপুরে মন্দিরে চুরি। নিজস্ব চিত্র।

মেদিনীপুর শহরের একটি কালীমন্দিরে চুরি হয়ে গেল লক্ষাধিক টাকার গয়না। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে শহরের মানিকপুর এলাকায়। শনিবার রাতেই চুরি হয়। রবিবার সকালে তা সকলের নজরে পড়ে।

Advertisement

মেদিনীপুর শহরে খুবই পরিচিত মানিকপুরের কালীমন্দির। সেখানেই শনিবার তালা ভেঙে চুরি হয়েছে। মন্দির কমিটির সম্পাদক মলয় দাস জানান, এটি প্রায়

১৫০ বছরের পুরনো মন্দির। শনিবার মাঝরাতে দুষ্কৃতীরা তালা ভেঙে চুরি করে নিয়ে যায় মায়ের গায়ে থাকা সোনা রুপার গহনা-সহ মন্দিরে থাকা আরও অনেক কিছু। রবিবার সকালে মন্দিরের সেবাইত পরিষ্কারের কাজ করার সময় প্রথম বিষয়টি দেখেন। তিনিই সকলকে খবর দেন। খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায়।

Advertisement

পুলিশ ইতিমধ্যেই মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে খোঁজা শুরু করেছে। প্রসঙ্গত, ২০০৪ সালেও একবার এই মন্দিরে চুরির ঘটনা ঘটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন