ব্যাঙ্ক চত্বর থেকে তিন লক্ষ টাকা লুঠ

ব্যাঙ্ক চত্বর থেকেই এক ঠিকাদারের ব্যাগ ভর্তি তিন লক্ষ টাকা লুঠ করে মোটরবাইক চেপে দুষ্কৃতীরা। বুধবার সকালে তমলুক শহরের মানিকতলা এলাকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ০০:৩৮
Share:

ব্যাঙ্ক চত্বর থেকেই এক ঠিকাদারের ব্যাগ ভর্তি তিন লক্ষ টাকা লুঠ করে মোটরবাইক চেপে দুষ্কৃতীরা। বুধবার সকালে তমলুক শহরের মানিকতলা এলাকার ঘটনা। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘ঘটনায় জড়িত দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু করা হয়েছে। ব্যাঙ্ক থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।’’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুকের হাকোলা এলাকার বাসিন্দা শৈলেন ভৌমিক নামে ওই ঠিকাদার হলদিয়া-মেচেদা রাজ্যে সড়কের ধারে ওই বেসরকারি ব্যাঙ্কের শাখা থেকে তিন লক্ষ টাকা তুলেছিলেন। শৈলেনবাবু একটি হাত-ব্যাগে টাকা ভরে নিজের কাছে রেখে ব্যাঙ্কের সামনের একটি দোকানে চা খেতে যান। চা খাওয়ার পর মোটরবাইকের কাছে যেতেই পাশ দিয়ে বাইক চেপে যাওয়া দুই যুবক শৈলেনবাবুর হাতের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায়। পুলিশকে অভিযোগ জানানোর পরেই তমলুক থানার পুলিশ ওই সড়কে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে। কিন্তু এদিন বিকেল পর্যন্ত ওই দুষ্কৃতীদের সন্ধান পায়নি পুলিশ।

ওই ব্যাঙ্কের শাখার কাছে রাজ্য সড়কের পাশেই রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিস। তাছাড়া জনবহুল ওই এলাকায় এ দিন দুষ্কৃতীদের টাকা ছিনতাইয়ের ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করতে তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

দুর্ঘটনায় মৃত্যু। লরির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার সকালে লালগড় থানার রামগড়ের ঘটনা। আউলিয়া গ্রামের বাসিন্দা রবিপদ বন্দ্যোপাধ্যায় (৬৫) এ দিন সাইকেলে গোয়ালতোড়ের কাদোশোলে যাচ্ছিলেন তিনি। সে সময় গোয়ালতোড়গামী একটি লরি তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন