দুর্ঘটনায় জখম রামকৃষ্ণ মিশনের তিন মহারাজ

গাড়ি চেপে বেলুড় মঠ থকে গড়বেতা যাওয়ার পথে একটি ডাম্পারের ধাক্কায় জখম হলেন রামকৃষ্ণ মিশনের তিন মহারাজ-সহ চারজন। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের মাদপুরের ৬ নম্বর জাতীয় সড়কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ১৫:৩৪
Share:

গাড়ি চেপে বেলুড় মঠ থকে গড়বেতা যাওয়ার পথে একটি ডাম্পারের ধাক্কায় জখম হলেন রামকৃষ্ণ মিশনের তিন মহারাজ-সহ চারজন। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের মাদপুরের ৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, জখম ভক্তিরসানন্দ মহারাজ ও দয়াকরানন্দ মহারাজ বেলুড় এবং ব্রহ্মবিদানন্দ মহারাজ গড়বেতা রামকৃষ্ণ মিশনে থাকতেন।

Advertisement

এ দিন একটি গাড়িতে চেপে বেলুড় থেকে গড়বেতা রামকৃষ্ণ মিশনের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা। পথে পাশাপাশি যাওয়া একটি ডাম্পার টাল সামলাতে না পেরে ধাক্কা মারে গাড়িটিকে। তখনই জখন হন তিন মহারাজ ও গাড়ির চালক। জখমদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ভর্তি করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখমদের মধ্যে ভক্তিরসানন্দ মহারাজের অবস্থা গুরুতর। তাঁর ফিমার বোন ভেঙেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement