খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল এক মহিলা-সহ আরও তিন জনকে। মঙ্গলবার রাতে সোদপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে দিঘা মোহনা থানার পুলিশ। ওই মামলায় আগেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল সল্টলেকের বাসিন্দা কৌশিক গুহ নামের ওই ব্যক্তি নিরাপত্তা রক্ষীর চাকরি দেওয়ার নাম করে বেশ কিছু যুবককে প্রতারণা করেন। কিন্তু পুলিশি জেরায় ওই যুবক স্বীকার করেছেন তাঁর আসল নাম রাজেশ সাউ, বা়ড়ি দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর এলাকায়।
মোহনা থানা সূত্রে জানা গিয়েছে, রাজেশ ওরফে কৌশিককে জেরা করেই হদিশ মিলেছে নন্দিতা বন্দ্যোপাধ্যায়, সুনীল দেবনাথ ও শুভঙ্কর চক্রবর্তীর। নন্দিতার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। সুনীল মধ্যমগ্রাম এবং শুভঙ্কর কলকাতার নাকতলা এলাকার বাসিন্দা। বুধবার চার জনকেই কাঁথি আদালতে তোলা হয়। বিচারক সকলের সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
২৬ অগস্ট ওল্ড দিঘার একটি হোটেল থেকে রাজেশ সাউ ওরফে কৌশিককে গ্রেফতার করা হয়। অভিযোগ, নিরাপত্তা রক্ষী চেয়ে চাকরি খবরের কাগজে বিজ্ঞাপন দিত কৌশিকের ভুয়ো সংস্থা। উত্তর ২৪ পরগনার সোদপুরে তাঁদের একটি অফিসও রয়েছে। চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বেশ কয়েকজন যুবকের কাছ থেকে। আরও কিছু যুবককে প্রতারণার উদ্দেশ্যে ২৬ অগস্ট দিঘার একটি হোটেলে ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছিল। ছিলেন কৌশিকও। কিন্তু সেখানেই এসে জড়ো হন প্রতারিত যুবকেরা। হোটেলে বিক্ষোভ দেখান তাঁরা। মোহনা থানার পুলিশ গিয়ে উদ্ধার করে আনে কৌশিককে। পরে প্রতারিত যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে।