Egra

অসদাচরণ এবং কর্তব্যে অসঙ্গতির অভিযোগে এগরায় এক এএসআই-সহ ৩ পুলিশ কর্মী সাসপেন্ড

তাঁদের বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্ব পালনে অবহেলা করার অভিযোগ রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

এগরা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ১৩:৫৫
Share:

ফাইল চিত্র।

সাসপেন্ড হয়ে গেলেন এগরা থানার ৩ পুলিশ কর্মী। যার মধ্যে রয়েছেন এক এএসআই-সহ দুই কনস্টেবল। গত ১৯ নভেম্বর জেলা পুলিশ সুপারের নির্দেশে এই ৩ জনকে সাসপেন্ড করা হয়েছে। তাঁরা হলেন এএসআই সুধাংশু সামন্ত, কনস্টেবল সুদীপ কুমার দুয়ারী এবং মানস মুদি।

Advertisement

তাঁদের বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্ব পালনে অবহেলা করার অভিযোগ রয়েছে। এই তিন পুলিশ কর্মীকে তমলুকের পুলিশ লাইনে রিপোর্ট করতে বলা হয়েছে, সেই সঙ্গে তাঁদের সমস্ত সরকারি জিনিসপত্র জেলা পুলিশের সদর দফতরে জমা করতে বলা হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়েই। এই মুহূর্তে ঘটনাটি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ পুলিশের আধিকারীকরাও। সূত্রের খবর, গত ১৮ নভেম্বর রাতে ওই তিনজন এগরা-খড়্গপুর রাস্তার কৌরদা এলাকায় টহলদারি গাড়ি নিয়ে রাত পাহারায় ছিলেন। সেই সময় তাঁরা পথ চলতি গাড়ি আটকে যথেচ্ছ টাকা তুলছিলেন বলে অভিযোগ।

Advertisement

রাতে সারপ্রাইজ ভিজিটে বের হন এক পুলিশ আধিকারিক। টাকা তোলার ঘটনা নজরে আসতে তিনিই জেলা পুলিশে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। এরপরেই পুলিশ সুপারের নির্দেশে এই ৩ জনকে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ সুপারকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। তবে, জেলা পুলিশ কর্তারা এই ঘটনার সত্যতা স্বীকার করলেও সরকারি ভাবে কোনও মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন: রাজনীতির টক্কর জগদ্ধাত্রী উদ্বোধনেও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন