উদ্যোগী পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম

গাছ চেনাতে চালু হচ্ছে টিম্বার ট্যুরিজম

এ বার জঙ্গলমহলে ‘টিম্বার ট্যুরিজম’ চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম। এর ফলে সরাসরি পর্যটকদের জঙ্গলে নিয়ে গিয়ে নানা প্রজাতির গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। দেখানো হবে কীভাবে বনসুরক্ষা কমিটির উদ্যোগে জঙ্গল রক্ষা করা হয়।

Advertisement

কিংশুক গুপ্ত

 ঝাড়গ্রাম শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০১:১৪
Share:

এ বার জঙ্গলমহলে ‘টিম্বার ট্যুরিজম’ চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম। এর ফলে সরাসরি পর্যটকদের জঙ্গলে নিয়ে গিয়ে নানা প্রজাতির গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। দেখানো হবে কীভাবে বনসুরক্ষা কমিটির উদ্যোগে জঙ্গল রক্ষা করা হয়। এবং প্রয়োজনভিত্তিক শাল ফরেস্ট ফেলিং (শাল গাছ কাটা) কীভাবে হয়, তাও দেখানো হবে পর্যটকদের। জ্বালানি কাঠ ও আসবাবপত্রের কাঠ কেমন ভাবে সংগ্রহ করে টিম্বার ডিপোতে নিয়ে আসা হয়, সেটাও দেখার সুযোগ পাবেন পর্যটকরা।

Advertisement

আগামী পয়লা বৈশাখ নতুন জেলা হচ্ছে ঝাড়গ্রাম। ওই সময়েই অর্থাৎ ২০১৭-র এপ্রিলে টিম্বার ট্যুরিজম চালু করতে চলেছে নিগম। এ জন্য ঝাড়গ্রামের লোধাশুলিতে নিগমের কাঠের ডিপোতে একটি প্রকৃতি পর্যটন কেন্দ্রের জন্য ভবন তৈরি হচ্ছে। সেখানেই পর্যটকদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। নিগম সূত্রের খবর, টিম্বার ট্যুরিজমের জন্য এক রাত দু’দিনের প্যাকেজ চালু করা হবে। নিগমের ওয়েব সাইটে অন লাইনে বুকিং করে বেড়াতে আসতে পারবেন পর্যটকরা।

বনভূমিতে শাল জঙ্গল গুলির দেখভাল ও রক্ষণাবেক্ষণ করেন সংশ্লিষ্ট এলাকার বন সুরক্ষা কমিটির সদস্যরা। মূলত এলাকাবাসীরাই কমিটিতে থাকেন। বন দফতরের উদ্যোগে এলাকার শালজঙ্গল নির্দিষ্ট সময় অন্তর কাটা (ফেলিং) হয়। আবার নতুন গাছ হয়ে কয়েক বছরের মধ্যেই জঙ্গল হয়ে যায়। কাটা গাছগুলি বিক্রির লভ্যাংশের ২৫ শতাংশ পান বনসুরক্ষা কমিটির সদস্যরা। প্রাকৃতিক জঙ্গলের পাশাপাশি, বন দফতরের উদ্যোগে রোপন করা শাল গাছের বাগানও করা হয়। ঝাড়গ্রামের আমলাচটি গ্রামে রয়েছে একটি ভেষজ উদ্যান। সেখানে নানা ভেষজ উদ্ভিদের চারা তৈরি করা হয়। সেই ভেষজ উদ্যানেও পর্যটকদের নিয়ে যাওয়া হবে। ইচ্ছে হলে পর্যটকরা ওই উদ্যান থেকে ভেষজ গাছের চারা কিনতে পারবেন।

Advertisement

রাজ্যে ক্ষমতার পালা বদলের পরে ঝাড়গ্রামে পর্যটন পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়। ঝাড়গ্রাম শহরের অদূরে বাঁদরভুলা বন উন্নয়ন নিগমের প্রকৃতি পর্যটন কেন্দ্র চালু করা হয়। এখন শীতের মরশুমে ওই প্রকৃতি পর্যটন কেন্দ্রে ৯৫ শতাংশ টানা অগ্রিম বুকিং রয়েছে। এই সাফল্য দেখে উৎসাহিত নিগম কর্তারা এবা র টিম্বার ট্যুরিজম চালু করতে আগ্রহী হয়েছেন। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ওয়েলকাম কিট-এ সুন্দরবনের মধু দেওয়া হয়। লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্রে টিম্বার ট্যুরিজমে আসা পর্যটকদের ওয়েলকাম কিট-এ অবশ্য জঙ্গলমহলের স্থানীয় বনজ সম্পদ দেওয়ার ভাবনা চিন্তা হচ্ছে।

পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের ডিভিশনাল ম্যানেজার (মেদিনীপুর বিভাগ) অংশুমান মুখোপাধ্যায় বলেন, “আগামী এপ্রিলের মধ্যে লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্রটিকে ঘিরে টিম্বার ট্যুরিজম চালু করা হবে। কেন্দ্রের ভবন তৈরির কাজ শেষ পর্যায়ে। এক রাত দু’দিনের প্যাকেজে একেবারে অন্য ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করবেন পর্যটকরা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন