Dengue

ডেঙ্গি-বার্তায় পথে তৃণমূল, বাম

 রেলশহরে ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা প্রচারে নামল সিপিএম ও মহিলা তৃণমূল। রবিবার খড়্গপুরের বিভিন্ন এলাকায় প্রচার চলে। তৃণমূলের মহিলা কাউন্সিলরকেও মশা মারার তেল স্প্রে করতে দেখা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৭ ০১:১০
Share:

মশা মারার তেল স্প্রে করছেন কাউন্সিলর কল্যাণী ঘোষ। নিজস্ব চিত্র

রেলশহরে ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা প্রচারে নামল সিপিএম ও মহিলা তৃণমূল। রবিবার খড়্গপুরের বিভিন্ন এলাকায় প্রচার চলে। তৃণমূলের মহিলা কাউন্সিলরকেও মশা মারার তেল স্প্রে করতে দেখা যায়।

Advertisement

পশ্চিম মেদিনীপুরে এ বার খড়্গপুরেই ডেঙ্গির প্রকোপ বেশি। এখনও পর্যন্ত শহরের ১৮৩জন এই রোগের কবলে পড়েছেন। তৃণমূল পরিচালিত পুরসভা ডেঙ্গি মোকাবিলায় নানা অভিযানের কথা বললেও শহর জুড়ে আবর্জনা আর জমা জল দেখা যাচ্ছে। বিপদ এড়াতে তাই জোর দেওয়া হচ্ছে সচেতনতায়।

এ দিন সকালে শহরের মহিলা তৃণমূলের তরফে ২৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয় প্রচার অভিযান। তিনটি টোটোয় বেরোয় ট্যাবলো। ছিলেন বিভিন্ন ওয়ার্ডের
মহিলা কাউন্সিলরেরা।

Advertisement

৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কল্যাণী ঘোষ ২৬ নম্বর ওয়ার্ড এলাকায় মশা মারার তেল স্প্রে করেন। তৃণমূল নেত্রী দেবযানী পাত্রও মাইকে সচেতনতার বার্তা দেন। মহিলা তৃণমূল কর্মীদের প্রচার মূলত হয় রেল এলাকায়। দেবযানীদেবী বলেন, “আমাদের পুরসভা ডেঙ্গি মোকাবিলায় আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু মানুষের অসচেতনতা ও রেলের উদাসীনতায় ডেঙ্গির অনুকূল পরিবেশ বজায় থাকছে। তাই এই প্রচার।”

সিপিএম আবার পুরসভার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেই পথে নেমেছিল। বিকেলে মালঞ্চয় সিপিএমের শাখা কমিটির উদ্যোগে প্রচার কর্মসূচি হয়। ৯ ও ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় ঘোরে মিছিল। রাস্তায় মশারি ধরে হাঁটতে দেখা যায় মহিলাদের। সেই মশারির তলায় প্ল্যাকার্ড হাতে ছিল কচিকাঁচারা। মশারির সামনে পিছনে তেল ও ব্লিচিং ছড়ান দলীয় কর্মীরা। সিপিএমের জোনাল সদস্য অনিল দাস বলেন, “পুরসভা শুধু প্রচার করছে। কোথাও কোথাও কাজ শুরু হলেও নজরদারি নেই। আমরা মানুষকে সচেতন হয়ে ডেঙ্গি মোকাবিলার বার্তা দিতে এই কর্মসূচি করেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement