ময়নার বাকচায় পতাকা লাগাতে বাধা তৃণমূলকে! পদ্ম-জোড়া ফুলের বিবাদে এলাকায় উত্তেজনা

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ময়না শেষ আপডেট: ০৫ মে ২০২৪ ২৩:৪০
Share:

—প্রতীকী চিত্র।

ভোটের দিন ক্ষণ যতই এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ চড়ছে পূর্ব মেদিনীপুরের ময়না থানার বাকচা এলাকায়। রবিবার বাকচায় তৃণমূলের পতাকা লাগানোয় বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ময়না থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

Advertisement

তৃণমূলের দাবি, বিধানসভার পর গত পঞ্চায়েত নির্বাচনেও ব্যাপক সন্ত্রাস চালিয়ে বাকচা এলাকা দখলে রেখেছে বিজেপি। ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে বহু তৃণমূল কর্মী এলাকা ছাড়া ছিল। রবিবার পুর প্রশাসনের সহযোগিতার ঘরছারা তৃনমূল কর্মীরা বাড়ি ফিরেছেন। এর পরেই ময়নার বাকচা অঞ্চল জুড়ে তৃণমূলের পতাকা লাগানোর কর্মসূচি নেওয়া হয়। তৃণমূলের দাবি, পতাকা লাগাতে গেলে বেশ কিছু জায়গায় তৃণমূলকে বাধা দেওয়ার চেষ্টা হয়। তারই জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ও ময়না বিধানসভার পর্যবেক্ষক সুজিত দে বলেন, ‘‘আজ সকালে ঘরছাড়ারা ঘরে ফিরেছেন। এর পর দুপুর থেকে পতাকা লাগানো শুরু হয়। বাকচার কোনমাথা বাজারে পতাকা লাগানোর সময় আমাদের কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। আরও কয়েকটি জায়গায় তৃণমূল কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। ঘটনাটি দ্রুত পুলিশকে জানাই। এর পরেই পুলিশ এলাকায় এসে পরিস্থিতি সামাল দিয়েছে। তবে এ বারের ভোটেও বাকচায় ব্যাপক সন্ত্রাস হবে বলে আমরা আশঙ্কা করছি।’’

Advertisement

অন্য দিকে বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং বিজেপির ময়না মণ্ডল ৩-র সম্পাদক প্রসেনজিৎ ভৌমিকের দাবি, ‘‘যারা এলাকায় সন্ত্রাস চালিয়েছে, তারা আজ ফিরেই এলাকায় সন্ত্রাস ছড়াতে শুরু করেছে। ভোট মিটলেই বিজেপিকে গ্রামছাড়া করার হুমকি দিচ্ছে। আমরা ওদের বুঝিয়ে দিতে চাই, বাকচার মানুষ বিজেপির সঙ্গে আছে। তাই যারা হুমকি দিচ্ছে, ভোট মিটলে তাদেরই বাকচার বাইরে বার করে দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন