বুথ কমিটি ভেঙেই দিল তৃণমূল

পুর এলাকার ১৫১টি বুথ কমিটি ভেঙে দেওয়া হল। তমলুক লোকসভা উপনির্বাচনের আগে ঘর গোছাতে হলদিয়ায় তৃণমূলের অন্দরে এমনই দাওয়াই দিলেন মহকুমার নয়া টাউন ব্লকের সভাপতি মধুরিমা মণ্ডল। আর এর জেরে ব্লক কমিটির সভাপতির পদ হাতছাড়া হল তুষার মণ্ডলের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০২:০২
Share:

পুর এলাকার ১৫১টি বুথ কমিটি ভেঙে দেওয়া হল। তমলুক লোকসভা উপনির্বাচনের আগে ঘর গোছাতে হলদিয়ায় তৃণমূলের অন্দরে এমনই দাওয়াই দিলেন মহকুমার নয়া টাউন ব্লকের সভাপতি মধুরিমা মণ্ডল। আর এর জেরে ব্লক কমিটির সভাপতির পদ হাতছাড়া হল তুষার মণ্ডলের।

Advertisement

দলীয় সূত্রে খবর, তুষারবাবু বিধানসভা নির্বাচনে দায়িত্ব পালন করেননি ঠিকভাবে। অভিযোগ উঠেছিল, তুষারবাবুর এই গাফিলতির জেরেই মধুরিমা মণ্ডলকে হারতে হয়েছিল সিপিএম প্রার্থী তাপসী মণ্ডলের কাছে। তাই উপ-নির্বাচনে নতুন করে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল। কিছুদিন আগে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তুষারবাবুকে। তার পরিবর্তে এসেছেন মধুরিমা মণ্ডল। এবার ফের তুষার মণ্ডলের ওপর কোপ পড়ায় দল তাঁর ওপর নির্বাচনে আস্থা রাখতে পারছে না বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা। এই বিষয়ে অবশ্য তুষারবাবুর প্রতিক্রিয়া, “নতুন টাউন ব্লক কমিটির সভাপতি তাঁর মত করে সব সাজিয়ে নিতে চাইছেন। নিশ্চয়ই ভাল হবে।’’

জানা গিয়েছে, তুষারবাবুকে সরিয়ে দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডলকেও। যদিও হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডলের দাবি, “সাংগঠনিক প্রক্রিয়া তো চালাতে হবে। নতুন কিছু গড়তে গেলে তো আগে ভাঙতেই হবে।’’

Advertisement

কিন্তু বিষয়টি যে এত সহজ নয় তা নতুন টাউন ব্লক কমিটির সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির কথায় স্পষ্ট। মধুরিমা মণ্ডলের কথায়, ‘‘দলবাজি, গোষ্ঠীদ্বন্দ্ব যাতে তৈরি না হয় তাই এই উদ্যোগ। মন্ত্রীর নির্দেশে আমি প্রতিটি বুথে গিয়ে উপযুক্ত কর্মীদের দিয়ে বুথ কমিটি তৈরি করব। প্রয়োজনে নতুন মুখ যারা ভাল কাজ করছে তাদেরকে দিয়ে বুথ কমিটি গঠন করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন