ঘাটাল মহকুমা

কোন্দলে উপ-পুরপ্রধান বাছতে হিমশিম তৃণমূল

পুরপ্রধান নির্বাচন হয়ে গিয়েছে। তবে ঘাটাল মহকুমার চারটি পুরসভার উপ-পুরপ্রধান নির্বাচন নিয়ে কাটেনি জট। ঘাটাল মহকুমার পাঁচটি (ঘাটাল, চন্দ্রকোনা, ক্ষীরপাই, খড়ার, রামজীবনপুর) পুরসভায় পুরবোর্ড গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ। সব ক’টি পুরসভাতেই পুরপ্রধান নির্বাচনও হয়ে গিয়েছে। রামজীবনপুর পুরসভায় উপ-পুরপ্রধান পদে সদ্য তৃণমূলে যোগ দেওয়া শিউলি সিংহকে নির্বাচিত করা হয়।

Advertisement

অভিজিৎ চক্রবর্তী

ঘাটাল শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০০:০৩
Share:

পুরপ্রধান নির্বাচন হয়ে গিয়েছে। তবে ঘাটাল মহকুমার চারটি পুরসভার উপ-পুরপ্রধান নির্বাচন নিয়ে কাটেনি জট।

Advertisement

ঘাটাল মহকুমার পাঁচটি (ঘাটাল, চন্দ্রকোনা, ক্ষীরপাই, খড়ার, রামজীবনপুর) পুরসভায় পুরবোর্ড গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ। সব ক’টি পুরসভাতেই পুরপ্রধান নির্বাচনও হয়ে গিয়েছে। রামজীবনপুর পুরসভায় উপ-পুরপ্রধান পদে সদ্য তৃণমূলে যোগ দেওয়া শিউলি সিংহকে নির্বাচিত করা হয়। তবে বাকি চারটি পুরসভাতেই উপ-পুরপ্রধানের নাম নির্বাচন করতে হিমশিম খেতে হচ্ছে শাসক দলের জেলা নেতৃত্বকে।

দলীয় সূত্রে খবর, পুরপ্রধান নির্বাচন নিয়ে গোষ্ঠীকোন্দল এমন পর্যায়ে পৌঁছয়, যে শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী সব কাউন্সিলরদের কলকাতায় ডেকে পাঠান। সেখানেই সব কাউন্সিলরের মতামত নিয়ে পুরপ্রধানের নাম চূড়ান্ত করা হয়। একইভাবে, উপ-পুরপ্রধান নিয়ে বাগে আনা যায়নি কোন্দল।

Advertisement

এ বার ক্ষীরপাই পুরসভা বাদে বাকি তিনটি ঘাটাল, খড়ার ও চন্দ্রকোনা পুরসভায় বিদায়ী উপ-পুরপ্রধানরা ভোটে জয়ী হয়েছেন। ঘাটাল পুরসভার বিদায়ী উপ-পুরপ্রধান উদয়শঙ্কর সিংহ রায় এ বারও ভোটে জয়ী হয়েছেন। একই ভাবে, খড়ারে অরূপ রায় ও চন্দ্রকোনায় রণজিৎ ভাণ্ডারী জয়ী হয়েছেন। দলের একাংশের প্রশ্ন, এই তিনটি পুরসভায় বিদায়ী উপ-পুরপ্রধানরা জয়ী হলেও সমস্যা হচ্ছে কেন? দল বিদায়ী উপ-পুরপ্রধানদের ফের ওই পদে নির্বাচন না করতে চাইলে ভোটের টিকিট দিল কেন?

তৃণমূলের এক সূত্রে খবর, ঘাটাল-সহ ওই তিনটি পুরসভাতেই দল এ বার নতুন কাউকে উপ-পুরপ্রধান করতে চাইছে। ঘাটাল পুরসভায় উপ-পুরপ্রধান পদ নিয়ে উদয়শঙ্কর সিংহ রায় ও স্বপন মালিকের গোষ্ঠীর বিরোধ রয়েছে। চন্দ্রকোনাতেও উপ-পুরপ্রধান পদের জন্য উঠে এসেছে একাধিক মহিলা কাউন্সিলরের নাম। খড়ারে তৃণমূলের একটি গোষ্ঠী অরূপ রায়কেই উপ-পুরপ্রধান পদে চাইলেও অন্য গোষ্ঠীর বিরোধিতা জটিলতা বাড়িয়েছে। উপ-পুরপ্রধানের নাম এখনও ঘোষণা না হওয়ায় দলের একাংশের ক্ষোভও বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতার কথায়, “দলীয় আলোচনায় চারটি পুরসভাতেই উপ-পুরপ্রধানের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। উপ-পুরপ্রধান পদে সকলেই নতুন। তবে এখনই কারও নাম প্রকাশ করা হচ্ছে না।’’ তিনি বলেন, ‘‘দলে গোষ্ঠী কোন্দল ঠেকাতেই এই গোপনীয়তা রাখা হচ্ছে।’’ যদিও তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায় বলেন, “উপ-পুরপ্রধান নির্বাচন নিয়ে দলের মধ্যে এখনও আলোচনা হচ্ছে। সঠিক সময়ই সব প্রকাশ করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন