কোন্দলে বিজয়াতেও ভাগাভাগি

রবিবার বিকেলে খড়্গপুর-১ ব্লকের খেলার গ্রাম পঞ্চায়েতের দু’টি এলাকায় তৃণমূলের বিজয়া সম্মেলন হয়েছে। একটি আয়োজন ছিল নাচনা বুথের দেবীগেড়িয়া গ্রামে। অন্যটি খেলার গজেন্দ্র হাইস্কুলে। দু’টি অনুষ্ঠানের সময়ও ছিল প্রায় এক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ০১:০৮
Share:

বিজয়ার মিষ্টিমুখও মধুর হল না। তাতেও সামনে এল তৃণমূলের দ্বন্দ্ব।

Advertisement

রবিবার বিকেলে খড়্গপুর-১ ব্লকের খেলার গ্রাম পঞ্চায়েতের দু’টি এলাকায় তৃণমূলের বিজয়া সম্মেলন হয়েছে। একটি আয়োজন ছিল নাচনা বুথের দেবীগেড়িয়া গ্রামে। অন্যটি খেলার গজেন্দ্র হাইস্কুলে। দু’টি অনুষ্ঠানের সময়ও ছিল প্রায় এক।

খড়্গপুর-১ ব্লকে দলের সভাপতি পদ নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল দীর্ঘদিনের। একসময় ব্লক সভাপতি পদ থেকে শক্তি মণ্ডলকে সরিয়ে ব্লক কোর কমিটি গঠন করে যুগ্ম আহ্বায়ক করা হয় অমর চক্রবর্তী ও গোপাল খাটুয়াকে। তখন থেকেই শক্তি অনুগামী ওই অঞ্চলের বাসিন্দা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নবকুমার দাসের সঙ্গে অমর চক্রবর্তীদের সম্পর্কের অবনতির শুরু। পঞ্চায়েত নির্বাচনেও দুই গোষ্ঠীর চাপা কোন্দল টের পাওয়া গিয়েছে। এই আকচাআকচিতে খেলার অঞ্চলের দু’টি আসন দখল করেছে বিজেপি। বিজয়া সম্মেলনের ভাগাভাগি নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির মণ্ডল সভাপতি সৈকত শতপথী বলেন, “একই অঞ্চলে একই দিনে প্রায় একই সময়ে তৃণমূলের দু’টি বিজয়া সম্মেলন! এটা গোষ্ঠীকোন্দল ছাড়া আর কী!”

Advertisement

পঞ্চায়েত নির্বাচনের পরে অবশ্য অমরদের আহ্বায়ক পদ থেকে সরিয়ে দলের ব্লক সভাপতি করা হয় নীলকন্ঠ আচার্যকে। তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, নবকুমার দাসের সঙ্গে নীলকন্ঠ আচার্যের সুসম্পর্ক রয়েছে। সেই কারণেই এখনও গ্রাম পঞ্চায়েতস্তরে নবকুমারের সঙ্গে অমরদের চাপা কোন্দল থেকেই গিয়েছে। এ দিন খেলার গজেন্দ্র হাইস্কুলে আয়োজিত তৃণমূলের বিজয়া সম্মেলনের পরিচালনায় ছিলেন নবকুমাররা। আর নাচনা বুথে আয়োজিত বিজয়া সম্মেলনের আয়োজন করেছিলেন অমর চক্রবর্তীরা। একই দিনে একই অঞ্চলে দু’টি বিজয়া সম্মিলনী ঘিরে অবশ্য শোরগোল পড়ে যায়।

যদিও অমর বলেন, “আমরা নাচনা বুথে ছোট করে একটি বিজয়া সম্মেলনের আয়োজন করেছি। আমি এই অনুষ্ঠানের বিষয়ে নবকুমার দাস-সহ অঞ্চল ও ব্লকের সকলকে জানিয়েছি। এমনকী খেলার হাইস্কুলে আয়োজিত দলের অনুষ্ঠানে আমি নিজে গিয়েছি।” তবে নাচনা বুথের অনুষ্ঠান প্রসঙ্গে নবকুমারের বক্তব্য, “নাচনা বুথে কোনও বিজয়া সম্মিলনীর কথা আমাকে কেউ জানায়নি। খেলার হাইস্কুলে দলের বিজয়া সম্মেলন হচ্ছে।” আর অমরের কটাক্ষ, “নবকুমার অনেক বড় মাপের নেতা। তাই হয়তো ছোট অনুষ্ঠানে ওঁর নজর নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন