Dilip Ghosh

‘দিদিমণির সার্কাস চলছে’, রাজীবের পদত্যাগ নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ২১:৩২
Share:

খয়েরুল্লা চকে দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র।

মন্ত্রিত্ব ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের। তাঁর বক্তব্য, ‘‘রাজ্যে এখন সার্কাস চলছে। শীতকালে সার্কাস দেখতাম আমরা। এখন দিদিমণির সার্কাস চলছে।’’

Advertisement

শুক্রবার মেদিনীপুর সদর ব্লকের খয়েরুল্লা চকে একটি যাত্রী প্রতীক্ষালয় উদ্বোধনে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ। সেখানেই তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ করেন তিনি। দিলীপ বলেন, ‘‘খুব চিন্তায় রয়েছেন দিদিমণি। সকাল হলেই খোঁজ নিচ্ছেন, কে থাকল আর কে গেল। ভোট যত এগিয়ে আসছে, ততই নেতা-মন্ত্রীরা পদ ছাড়ছেন। দল ছাড়ছেন। দলে থেকে বঞ্চনা সহ্য করতে পারছেন না অনেকেই। বিবেকের তাড়নায় দল ছাড়তে বাধ্য হচ্ছেন।’’

শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি-তে তৃণমূলের হেভিওয়েট নেতাদের পদ্মশিবিরে যোগদান শুরু হয়ে গিয়েছে ঢের আগেই। রাজীবকেও ইতিমধ্যেই দলে স্বাগত জানিয়েছেন দিলীপ। তিনি বলেন, ‘‘যাঁরা মানুষের হয়ে কাজ করতে চান, তাঁদের জন্য বিজেপি-র দরজা খোলা।’’ রাজীবের প্রসঙ্গে বলেন,‘‘ উনি এখনও তৃণমূলের বিধায়ক। উনি দল না ছাড়া পর্যন্ত আমাদের কিছু করার নেই। আসতে চাইলে আসুন। নতুন বাংলা গড়ার জন্য বিজেপি-তে স্বাগত সকলকে। আমরা আমাদের শক্তি দিয়ে লড়াই করছি। কর্মীদের উপর ভরসা করে লড়াই চালিয়ে যাচ্ছি। সেই কারণেই পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে ভাল করেছে দল।’’

Advertisement

মানুষ পরিবর্তন চাইছেন, সেই কাজে যদি কেউ শামিল হতে চান, তাঁদের সকলরে আহ্বান জানিয়েছেন দিলীপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন