Abhishek Banerjee

Abhishek Banerjee: মেদিনীপুরকে দিল্লির কাছে বিক্রি করছে, বারোটা বাজিয়েছে, শুভেন্দুকে নিশানা অভিষেকের

শুভেন্দুর জেলায় অভিষেকের ‘প্রথম’ সভায় অভিষেকের চ্যালেঞ্জ, ‘‘আমরা দরজা খুললে ওদের দল উঠে যাবে। ইডি-সিবিআই-র হাত থেকে বাঁচতে পালিয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৫:০১
Share:

দলের শ্রমিক সংগঠনের সভায় হাজির হচ্ছেন অভিষেক। নিজস্ব চিত্র।

মূল ঘটনা

১৫:৩৬ সর্বশেষ
নিজেকে জেলার সর্বেসর্বা ভাবেন, একটা লোক আপনাদের বারোটা বাজিয়েছে
১৫:৩১
কিছু হলেই সিবিআই লেলিয়ে দিচ্ছে: অভিষেক
১৫:২৯
আমিও সৈনিক, আপনিও সৈনিক, নেত্রী মমতা: অভিষেক
১৫:২৭
যাঁরা প্রথম থেকে তৃণমূল করে, তাঁরাই টিকিট পাবে
১৫:২৪
১২ ঘণ্টার কাজ করিয়ে আট ঘণ্টার পারিশ্রমিক দেওয়া চলবে না: অভিষেক
১৫:২১
কোনও দাদার অনুগামী নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হোন: অভিষেক
১৫:১৮
আগামী তিন মাসের মধ্যে ঠিকাদার থাকবে না হলদিয়ায়: অভিষেক
১৫:১৫
সবার বক্তব্য আছে আমার কাছে, বললেন অভিষেক
১৫:১২
সব খবর আছে আমার কাছে, কটাক্ষ অভিষেকের
১৫:১০
কোন ‘অনুগামীরা’ তৃণমূলে এসেছে তার তালিকা আমার কাছে আছে।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৫:৩৬ key status

নিজেকে জেলার সর্বেসর্বা ভাবেন, একটা লোক আপনাদের বারোটা বাজিয়েছে

নিজেকে জেলার সর্বেসর্বা ভাবেন। একটা লোক আপনাদের বারোটা বাজিয়েছে ১১ বছর। তৃণমূলে থেকে শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে। আমিই বলেছি।

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৫:৩১ key status

কিছু হলেই সিবিআই লেলিয়ে দিচ্ছে: অভিষেক

কিছু হলেই সিবিআই লেলিয়ে দিচ্ছে। বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

Advertisement
শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৫:২৯ key status

আমিও সৈনিক, আপনিও সৈনিক, নেত্রী মমতা: অভিষেক

আমিও সৈনিক, আপনিও সৈনিক, নেত্রী মমতা। আগামিকাল থেকে কাজে নামুন। শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে পথে নামুন।

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৫:২৭ key status

যাঁরা প্রথম থেকে তৃণমূল করে, তাঁরাই টিকিট পাবে

যাঁরা প্রথম থেকে তৃণমূল করে, তাঁরাই টিকিট পাবে, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ভোটে দলবদলুরা টিকিট পাবেন না। মানুষের দাবি নিয়ে নেতারা পথে নামুন। ১০০ দিন সময় দিন, একটাও ঠিকাদার থাকবে না।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৫:২৪ key status

১২ ঘণ্টার কাজ করিয়ে আট ঘণ্টার পারিশ্রমিক দেওয়া চলবে না: অভিষেক

১২ ঘণ্টার কাজ করিয়ে আট ঘণ্টার বেতন দেওয়া চলবে না। হলে মামলা হবে।

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৫:২১ key status

কোনও দাদার অনুগামী নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হোন: অভিষেক

হয় ঠিকাদারি করুন নয় তৃণমূল, দুটো এক সঙ্গে করতে হবে না। কোনও দাদার প্রতিনিধি নয়, নেত্রীর প্রতিনিধি হতে হবে। শ্রমিক সংগঠন করলে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে হবে।

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৫:১৮ key status

আগামী তিন মাসের মধ্যে ঠিকাদার থাকবে না হলদিয়ায়: অভিষেক

১১ বছর অপেক্ষা করেছেন। আমি তিন মাস সময় চাইছি। একটা ঠিকাদার থাকবে না।

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৫:১৫ key status

সবার বক্তব্য আছে আমার কাছে, বললেন অভিষেক

ইডি-সিবিআই থেকে বাঁচতে দিল্লির কাছে মেদিনীপুরকে বিক্রি করেছে। আপনাদের সবার বক্তব্য আমার কাছে আছে। আমরা দরজা খুললে ওদের দল উঠে যাবে।

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৫:১২ key status

সব খবর আছে আমার কাছে, কটাক্ষ অভিষেকের

মেদিনীপুরকে দিল্লির কাছে বিক্রি করেছে। নাম না করে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের। বলেন, ইডি-সিবিআই-এর ভয়ে পালিয়েছেন।

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৫:১০ key status

কোন ‘অনুগামীরা’ তৃণমূলে এসেছে তার তালিকা আমার কাছে আছে।

শুভেন্দুর অনুগামীদের কটাক্ষ অভিষেকের। বললেন, আজ থেকে আত্মিক সম্পর্ক তৈরি হল সবার সঙ্গে। কিন্তু অনেক অনুগামী দলের বারোটা বাজানোর চেষ্টা করেছিল, তারা এই সভাতেও আছে। তাদের চিহ্নিত করেছি।

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৪:৩৬ key status

অভিষেকের সভায় দু’লাখ লোক ভরানোর লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দু’ লক্ষ লোক দিয়ে সভা ভরানোর চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল। সকাল থেকেই ভিড় জমছে শিল্পতালুক হলদিয়ায়।

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৪:৩৪ key status

বিধানসভা ভোটের পর পূর্ব মেদিনীপুরে এই প্রথম সভা অভিষেকের

বিধানসভা ভোটের আগে কাঁথিতে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকে সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে নিশানা করেছিলেন অভিষেক। তার পর এই প্রথম অভিষেকের জেলায় সভা করছেন অভিষেক। 

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৪:৩০ key status

অভিষেকের হলদিয়ার প্রথম সভায় নিরাপত্তার কড়াকড়ি

৪১ নম্বর জাতীয় সড়কের মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ। সভাস্থলের প্রায় ১ কিলোমিটার দূর থেকে গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিশাল সংখ্যক পুলিশ ঘিরে রেখেছে শিল্প শহরের রাস্তাঘাট। ইতিমধ্যে সভায় যোগ দিতে শতাধিক গাড়ি নিয়ে সভাস্থলে হাজির হয়েছেন তৃণমূল নেতা ও কর্মীরা। সভা সফল করতে গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে একাধিক সভা সমিতি করেছেন কুনাল ঘোষ, ঋতব্রত বন্দোপাধ্যায়রা। কাঁথি থেকে তমলুক, সর্বত্র মুড়ে ফেলা হয়েছে পোস্টার ও ব্যানারে। শুভেন্দুর জেলায় অভিষেকের ‘প্রথম’ সভায় লোক ভরানোরও চ্যালেঞ্জ রয়েছে তৃণমূলের।

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১৪:২৬ key status

হলদিয়ায় অভিষেকের প্রথম মেগা-শো, থাকছে একরাশ চমক! 

প্রথমবার হলদিয়ায় শ্রমিক সমাবেশে আসছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার হলদিয়ার রানীচকে সংহতি ময়দানে জনসভায় যোগ দিচ্ছেন অভিষেক। যেখানে লক্ষাধিক সমর্থক হাজির হচ্ছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement