Abhishek Banerjee

ভাইপো সাবধান! চড়-কাণ্ড উস্কে হুমকি

Advertisement

কেশব মান্না

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৩৭
Share:

কণিষ্ক পণ্ডা। ফাইল চিত্র

ছ’বছর আগের সেই ঘটনার স্মৃতি এখন অনেকটাই ফিকে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথি সফরের আগে তাঁকে চড় মারার সেই পুরনো ঘটনা উস্কে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ উঠল দলবদলু বিজেপি নেতা কণিষ্ক পণ্ডার বিরুদ্ধে।

Advertisement

৬ ফেব্রুয়ারি কাঁথির দইসাইতে জনসভা করবেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক। এর আগে তাঁর শেষ জেলায় আসা ২০১৫ সালের ৫ জানুয়ারি। চণ্ডীপুরের সেই সভাতেই যুব তৃণমূল সভাপতি অভিষেকের সঙ্গে মোবাইলে ছবি তোলার অছিলায় মঞ্চে উঠে তাঁকে সপাটে চড় কষিয়েছিলেন জেলার এক যুবক। দেবাশিস আচার্য নামে সেই যুবককে পাশে বসিয়ে একটি ভিডিয়োয় (সত্যতা আনন্দবাজার যাচাই করেনি) নাম না করে অভিষেককে হুঁশিয়ারি দিয়েছেন কণিষ্ক।

সোমবার রাতে নিজের ফেসবুকে কণিষ্কর পোস্ট করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাথায় গেরুয়া টুপি এবং গলায় হলুদ উত্তরীয় পরে বসে দেবাশিস। আর তাঁকে দেখিয়ে কণিষ্ক বলছেন, ‘ভাইপো চিনতে পারছ! ছ’বছর বাদে আসছ। সে দিন তোমার গালে থাপ্পড় মেরেছিল। এ বার আর মারবে না। তবে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা যে কথা বলেছেন, তা ফের বললে এই যে আমার ভাই, মেদিনীপুরে তার মতো কয়েকশো ছেলেকে তৈরি করে নিয়েছে। ফলে ভাইপো সাবধান!’

Advertisement

মঙ্গলবার কাঁথি থানায় এ নিয়ে জেলা যুব তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে। যুব তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি সুপ্রকাশ গিরির বক্তব্য, ‘‘কার্যত অভিষেক দা-কে খুনের হুমকি দেওয়া হচ্ছে। সে দিন কে চড় মেরেছিল সেটা সকলেই জানে। তবে ওই ঘটনার পেছনে কারা মদত দিয়েছিল তা অজানা ছিল। এ বার অন্তত যাঁরা এমন বক্তব্য রাখছেন, তাঁদের গ্রেফতার করা হোক। চড়-কাণ্ডেরও পূর্ণাঙ্গ তদন্ত চাই আমরা।’’ জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, ‘‘বিষয়টি অভিষেকবাবুর নজরে নিশ্চিত এসেছে। তিনি যে ভাবে নির্দেশ দেবেন, আমরা পদক্ষেপ করব।’’ কাঁথির এসডিপিও সৌম্যদীপ ভট্টাচার্যের কথায়, ‘‘বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।’’
চড়-কাণ্ডে অভিযুক্ত দেবাশিস জানাচ্ছেন, তিনি একটি হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁর বক্তব্য, ‘‘রাজনীতির জন্য যা বলছেন বলুন। কিন্তু হিন্দু দেব-দেবীদের নিয়ে যদি কিছু বলেন, আমরা মেনে নেব না।’’ আর অভিষেককে হুমকি দেওয়া প্রসঙ্গে দেবাশিসের কথা টেনে কণিষ্ক বলেন, ‘‘পূর্ব মেদিনীপুরের এই ছেলেটি সে দিন বুঝে গিয়েছিল, এ রাজ্যে কাকে সবার আগে চড় কষানো দরকার। এখন রাজ্যবাসীও বুঝতে পারছেন কে কয়লা চোর, গরু চোর।’’

অভিষেকের সভার পরদিনই হলদিয়ায় সরকারি ও দলীয় কর্মসূচিতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে শুভেন্দুর-ঘনিষ্ঠ নেতার এমন হুমকি, গেরুয়া শিবিরের পক্ষে অস্বস্তির বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে ঘটেছে। বিচ্ছিন্নভাবে কেউ কোথায় কী ভাবে ক্ষোভ দেখিয়েছে সেটা ব্যক্তিগত ব্যাপার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement