সাইন নেহওয়াল। —ফাইল চিত্র।
অবসর ঘোষণা করলেন সাইনা নেহওয়াল। হাঁটুর যন্ত্রণায় কাবু হয়ে গিয়েছিলেন তিনি। প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন খেলা আর সম্ভব হচ্ছিল না তাঁর পক্ষে। ২০১২ অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ী সাইনা দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন। একটি পডকাস্টে তিনি বলেছেন, ‘‘দু’বছর আগে আমি শেষ বার প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন খেলেছি। তার পর থেকে আর পারছি না। আলাদা করে অবসর ঘোষণাও করিনি। কিন্তু আর সম্ভব হচ্ছে না।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে