TMC

ভগবানপুরে শাসক দলের পার্টি অফিসে দুষ্কৃতী হানা, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী

গোটা ঘটনায় বিজেপিকেই সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে ভগবানপুর-২ ব্লকের তৃণমূলের সভাপতি শশাঙ্ক জানা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০২১ ০১:৩৭
Share:

তমলুক জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে গুলিতে জখম তৃণমূল কর্মীকে নিজস্ব চিত্র

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটা নাগাদ গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভুপতিনগর থানার ভগবানপুর-২ ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েতের একতারপুর এলাকায়। তৃণমূল সূত্রে খবর, পার্টি অফিসের মধ্যেই গুলিবিদ্ধ হয়েছেন দলের কর্মী দ্বারকেশ দাস। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগবেড়িয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে তমলুক জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাতেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

গোটা ঘটনায় বিজেপিকেই সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে ভগবানপুর-২ ব্লকের তৃণমূলের সভাপতি শশাঙ্ক জানা। ঘটনার বিবরণ দিতে গিয়ে শশাঙ্ক জানান, ‘‘এদিন সন্ধ্যেবেলায় স্থানীয় তৃণমূলের পার্টি অফিসের ভেতর বসে চা খাচ্ছিলেন গুটি কয়েক তৃণমূল কর্মী। সেই সময় হঠাৎই মোটর বাইকে চড়ে একদল দুষ্কৃতী সটান পার্টি অফিসের গেটের সামনে দাঁড়িয়ে গুলি চালিয়ে দেয়। লুটিয়ে পড়েন দ্বারকেশ। তৃণমূল কর্মীরা দুষ্কৃতীদের তাড়া করলে তারা দ্রুত এলাকা ছেড়ে পালায়।’’

যদিও গোটা ঘটনায় বিজেপি যোগ অস্বীকার করেছেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ কুমার চক্রবর্তী। তাঁর দাবী, ‘‘বিজেপি খুনের রাজনীতি করে না। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।’’

Advertisement

অনুপের অভিযোগ, ‘‘গোটা জেলায় ভোট পরবর্তী হিংসায় বিজেপির বহু মানুষ ক্ষতির মুখে পড়েছেন। গতকাল রাতে ভগবানপুর-২ ব্লকের বাসুদেববেড়িয়া অঞ্চলের খটিয়াল, দক্ষিণ বড়বড়িয়া এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement