খুনের হুমকি, নালিশ

ফেসবুকে মন্তব্য লিখে এক তৃণমূল যুব নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের আর এক যুব নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক পদে থাকা জয়ন্ত সাউকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সৈকত রায়ের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০০:০৭
Share:

ফেসবুকে মন্তব্য লিখে এক তৃণমূল যুব নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের আর এক যুব নেতার বিরুদ্ধে।

Advertisement

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক পদে থাকা জয়ন্ত সাউকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সৈকত রায়ের বিরুদ্ধে। সৈকতবাবু এগরা শহর তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে রয়েছেন। তিনি এগরা থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবেও কর্মরত। জয়ন্তবাবুর অভিযোগ, ‘‘সৈকত রায় গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আমার বিরুদ্ধে নানা বিরূপ মন্তব্য করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে শহরের বাসিন্দা রতন পাহাড়িও যুক্ত। পুলিশের কাছে আমি ওই দু’জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি।’’

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘জয়ন্ত সাহু নামে এক ব্যক্তিকে ফেসবুকে মন্তব্য করে হুমকি দেওয়ার বিষয়ে সৈকত রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। মামলা রজু করে তদন্ত শুরু করা হয়েছে। সৈকত রায়ের ফেসবুক অ্যাকাউন্ট সঠিক কি না খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

এগরার বাসিন্দা পেশায় ব্যবসায়ী তৃণমূল যুব নেতা জয়ন্তবাবু মেদিনীপুরের তৃণমূল সাংসদ সন্ধ্যা রায়ের এগরা বিধানসভার প্রতিনিধি হিসেবেও কাজ করেন। জয়ন্তবাবুর সঙ্গে এগরা শহরে দলের একাংশের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সম্প্রতি দলের ওই দুই গোষ্ঠীর তিক্ততা চরমে ওঠে। যার জেরেই এধরণের ঘটনা বলে দলের একাংশের অভিমত। জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পর সৈকত রায়কে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সংগঠনগত তদন্ত করা হচ্ছে। জেলা কমিটিতেও বিষয়টি আলোচনা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন