কোন্দল এড়াতে কমিটি

ছাত্রভোটে কোন্দল এড়াতে ‘অতি সাবধানী’ শাসক দল। তাই কলেজে কলেজে ছাত্রভোটের মনোনয়ন পর্ব শুরুর আগেই জেলাস্তরে কমিটি গড়ল তৃণমূল। এই কমিটি ছাত্রভোটের প্রস্তুতির সব দিক দেখভাল করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share:

ছাত্রভোটে কোন্দল এড়াতে ‘অতি সাবধানী’ শাসক দল। তাই কলেজে কলেজে ছাত্রভোটের মনোনয়ন পর্ব শুরুর আগেই জেলাস্তরে কমিটি গড়ল তৃণমূল। এই কমিটি ছাত্রভোটের প্রস্তুতির সব দিক দেখভাল করবে। কমিটিতে প্রাক্তন ছাত্রনেতাও ছাড়াও রয়েছেন জেলা তৃণমূলের একাধিক প্রথম সারির নেতা। জেলাস্তরে কমিটি গঠনের কথা মানছেন টিএমসিপি-র পশ্চিম মেদিনীপুর জেলা সভানেত্রী দেবলীনা নন্দী। দেবলীনার কথায়, “জেলায় একটি কমিটি হয়েছে। এই কমিটি ছাত্রভোটের প্রস্তুতির সমস্ত দিক দেখভাল করছে।”

Advertisement

তৃণমূলের এক সূত্রে ব্যাখ্যা, ছাত্রভোট ঘিরে অনভিপ্রেত ঘটনা এড়াতেই এই কমিটি গড়া হয়েছে। দলের এক সূত্রে খবর, পাঁচ সদস্যের এই কমিটিতে রয়েছেন নির্মল ঘোষ, প্রদ্যোৎ ঘোষ, আশিস চক্রবর্তী, রমাপ্রসাদ গিরি, দেবলীনা নন্দী। নির্মলবাবু জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। প্রাক্তন ছাত্র নেতা। প্রদ্যোৎবাবু নারায়ণগড়ের বিধায়ক। আশিসবাবু গড়বেতার বিধায়ক। রমাপ্রসাদ যুব তৃণমূলের জেলা সভাপতি।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজে ছাত্রভোট হবে আগামী ২০ জানুয়ারি। আজ, বৃহস্পতিবার থেকেই শুরু হবে মনোনয়নপর্ব। বৃহস্পতিবার ও শুক্রবার মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র পরীক্ষা হবে আগামী সোমবার। ওই দিনই প্রার্থী তালিকা প্রকাশ হবে। এ বার ভোটে নোটা-র সুবিধা থাকছে। ছাত্রভোটের সময়সীমাও চূড়ান্ত হয়েছে। ভোটগ্রহণ হবে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ২০ জানুয়ারি বিকেলের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।

Advertisement

পশ্চিম মেদিনীপুরে টিএমসিপি-র গোষ্ঠী কোন্দল নতুন নয়। টিএমসিপি-র জেলা সভানেত্রী দেবলীনা অবশ্য কোন্দলের কথা মানতে নারাজ। তাঁর কথায়, “দু’-একটি কলেজে কিছু সমস্যা ছিল। ইতিমধ্যে সেই সমস্যার সমাধান হয়েছে।”

গত নির্বাচনে জেলার দু’টি কলেজের ছাত্র সংসদ বিরোধীদের দখলে গিয়েছিল। চাঁইপাটে এসএফআই এবং সবংয়ে ছাত্র পরিষদ ক্ষমতায় এসেছিল। টিএমসিপি এ বার জেলাকে বিরোধীশূন্য করতে মরিয়া। জেলা তৃণমূলের এক নেতার কথায়, “সমস্ত দিক খতিয়ে দেখেই ছাত্রভোটকে সামনে রেখে জেলাস্তরে একটি কমিটি গড়া হয়েছে। এই সময়ের মধ্যে কয়েকটি এলাকায় কিছু সমস্যা সামনে এসেছে। জেলা নেতারা দ্রুত তার সমাধান করেছেন। কমিটি থাকায় অনভিপ্রেত ঘটনা নিশ্চিত ভাবেই কমবে!” ওই নেতার মন্তব্য, “ছাত্রভোটের সবটা ছাত্র সংগঠন দেখভাল করলে ঝুঁকি থেকে যেত!”

বৃদ্ধের মৃত্যু। বাড়ির দোতলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে তমলুকের ৬ নম্বর ওয়ার্ডে পদুমবসান এলাকায়। মৃতের নাম দ্বিজেন্দ্রলাল রায় (৭৮)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন