ধর্মঘট সফলের ডাক বামেদের

আজ দেশ জুড়ে ধর্মঘট সফল করার ডাক দিল বামেরা। ধর্মঘটের সমর্থনে এগরায় মিছিল করল বামেরা। আর ধর্মঘটের বিরোধিতায় পাল্টা মিছিল করল শাসকদল তৃণমূলও। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ এগরা শহরের দিঘামোড়ে তৃণমূল যুব সংগঠনের পক্ষ থেকে একটি জমায়েত করা হয়। পরে তারা ধর্মঘট বিরোধিতার ডাক দেন। বিকেলেই এগরা শহরের সিটু অফিস থেকে ধর্মঘটের সমর্থনে বাম-শ্রমিক সংগঠন ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের সমর্থকদের নিয়ে একটি মিছিল এগরা শহর পরিক্রমা করে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৪
Share:

আজ দেশ জুড়ে ধর্মঘট সফল করার ডাক দিল বামেরা। ধর্মঘটের সমর্থনে এগরায় মিছিল করল বামেরা। আর ধর্মঘটের বিরোধিতায় পাল্টা মিছিল করল শাসকদল তৃণমূলও।

Advertisement

মঙ্গলবার বিকেল চারটা নাগাদ এগরা শহরের দিঘামোড়ে তৃণমূল যুব সংগঠনের পক্ষ থেকে একটি জমায়েত করা হয়। পরে তারা ধর্মঘট বিরোধিতার ডাক দেন। বিকেলেই এগরা শহরের সিটু অফিস থেকে ধর্মঘটের সমর্থনে বাম-শ্রমিক সংগঠন ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের সমর্থকদের নিয়ে একটি মিছিল এগরা শহর পরিক্রমা করে। মিছিলের পুরোভাগে ছিলেন সিটুর জেলা সম্পাদক সুব্রত পণ্ডা, কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র নেতা সাধন উত্থাসনি, সিপিআই শ্রমিক সংগঠনের পলাশ আচার্য, এসইউসি শ্রমিক সংগঠনের জগদীশ সাউ প্রমুখ। এ দিন বিকেলে বনধের সমর্থনে ভগবানপুরের কলাবেড়িয়া থেকে বাজকুল পর্যন্ত বামেদের একটি পদযাত্রা বের হয়। নেতৃত্বে ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিংহ।

ধর্মঘটের প্রতিবাদে মঙ্গলবার পথে নেমেছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী। দেশপ্রাণ ব্লকের মুকুন্দুপুর বাজারে তৃণমূলের সভা হয়। সভার আগে প্রায় দশ হাজার কর্মী সমর্থকদের মিছিল দেশপ্রাণ ব্লকের ঢোলমারি এলাকা থেকে মুকুন্দপুর বাজার পর্যন্ত পরিক্রমা করে। ধর্মঘটের সমর্থনে হলদিয়ার ভবানিপুরের মানিক মোড় থেকে ভুতু মোড় পর্যন্ত মিছিল করেছে সিপিএম। তৃণমূলের শ্রমিক সংগঠণ আইএনটিটিইউসি হলদিয়া টাউনশিপে ধর্মঘটের বিরুদ্ধে মিছিল করে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন