Patashpur Crime

বকেয়া টাকা চেয়ে রক্তাক্ত দুই সহোদর! বাড়ি বয়ে গিয়ে ছুরির কোপ বসালেন মামাতো ভাই!

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার খড়াই শ্যামশুবাড় গ্রামে। জখম দু’জনের নাম শক্তিপদ ভুঁইয়া ও স্বপন ভুঁইয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৪:৪৮
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

বকেয়া টাকা চাইতে গিয়ে মামাতো ভাইয়ের হাতে মার খেলেন দুই সহোদর। ছুরির কোপে জখম দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার খড়াই শ্যামশুবাড় গ্রামে ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, প্রায় মাস তিনেক আগে মামাতো ভাই পেশায় ঠিকাদার অপু শাসমলের সঙ্গে হায়দরাবাদে কাজে গিয়েছিলেন শক্তিপদ এবং স্বপন ভুঁইয়া। সেই কাজ সেরে তাঁরা বাড়ি ফিরে এসেছেন অনেক দিন হল। কিন্তু তাঁদের বকেয়া প্রায় ১৭ হাজার টাকা পাননি দুই ভাই। এ নিয়ে মামাতো ভাইকে কয়েক বার তাগাদা দিয়েও কোনও লাভ হয়নি। এ নিয়ে অপুর সঙ্গে তাঁদের মনোমালিন্য চলছিল।

শুক্রবার সন্ধ্যায় অপু তাঁর স্ত্রী এবং ভাইকে নিয়ে শক্তিপদদের বাড়িতে যান। সেখানে টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়। মারামারিও করেন দু’জনে। সেই সময় একটি ছুরি দিয়ে শক্তিপদ ও স্বপনকে অপু আঘাত করেন বলে অভিযোগ। চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে যান ওই বাড়িতে। তখন অপু এবং তাঁর স্ত্রী পালিয়ে যান বলে অভিযোগ। শক্তিপদের মা গৌরী ভুঁইয়া বলেন, “আমার ছেলেরা কাজে গিয়ে মজুরির টাকা পায়নি। আজ ফোন করে সেই টাকা চেয়েছিল তারা। তার পরেই আমার ভাইয়ের দুই ছেলে এবং বৌমা আমাদের বাড়িতে আসে। তারা আমার দুই ছেলেকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেছে।’’

Advertisement

পটাশপুর থানা সূত্রে খবর, ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে পুলিশ। কী কারণে এই হামলা, কারা যুক্ত, সবটাই তদন্তসাপেক্ষ। এখনও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement