খোঁজ মিলছে না ইঁদুর আর কুচির

অভিমানে বাড়ি ছেড়ে চলে যাওয়া, নাকি কেউ ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে? ঝাড়গ্রাম শহরে দু’টি শিশুর নিখোঁজের ঘটনার তদন্তে নেমে এমনই প্রশ্নের জবাব খুঁজছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ০১:৪৭
Share:

কুচি আর ইঁদুর। নিজস্ব চিত্র।

অভিমানে বাড়ি ছেড়ে চলে যাওয়া, নাকি কেউ ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে? ঝাড়গ্রাম শহরে দু’টি শিশুর নিখোঁজের ঘটনার তদন্তে নেমে এমনই প্রশ্নের জবাব খুঁজছে পুলিশ।

Advertisement

ঝাড়গ্রাম শহরের ৩ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার পাঁচ বছরের রাকেশ রানা ওরফে ইঁদুর ও তার বোন তিন বছরের বর্ষা রানা ওরফে কুচিকে গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেড় বছর আগে তাদের মায়ের মৃত্যু হয়েছে। বাবা থেকেও নেই। তিনি সন্তানদের দায়িত্বপালন করেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারটুকুই সম্বল ছিল তাদের। এলাকায় মাঝে মধ্যে বাতিল জিনিসপত্র কুড়োনোর কাজ করত শিশু দু’টি। বাড়িতে একাই থাকত দুই ভাইবোন। কখনও জেঠুর বাড়িতে গিয়ে তুতো ভাইবোনের পাতে কিছু খাবার জুটে যেত। শিশু দু’টির জেঠু পেশায় কাঠমিস্ত্রি লক্ষ্মীকান্ত রানার দাবি, বৃহস্পতিবার সকালে ইঁদুর ও কুচি স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। আর ফেরেনি। জানা যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও সেদিন ওরা যায়নি। ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন লক্ষীকান্তবাবু। ছবি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরছেন। এলাকার কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়াতেও শিশু দু’টির ছবি পোস্ট করে সন্ধান জানানোর অনুরোধ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement