Corona

করোনা সংক্রমণে লাগাম পরাতে কন্টেনমেন্ট জোন ঝাড়গ্রামে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১৮:০৬
Share:

ঝাড়গ্রাম শহরের রাস্তায় পুলিশি নজরদারি। নিজস্ব চিত্র

করোনা সংক্রমণে রাশ টানতে মঙ্গলবার এবং বুধবার দু’দিনের জন্য কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে ঝাড়গ্রাম পুরসভায়। এই পদক্ষেপের কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকেই তৎপর পুলিশ এবং প্রশাসন।

Advertisement

ইতিমধ্যেই লোধাশুলি এবং মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম ঢোকার রাস্তায় চলছে নজরদারি। বিনপুর হয়ে ঝাড়গ্রাম ঢোকার রাস্তাতেও রয়েছে পুলিশি ব্যারিকেড। চলছে পুলিশি নজরদারিও। সব্জি বাজার, জুবিলি মার্কেট-সহ শহরের সমস্ত দোকানপাটও বন্ধ। তবে খোলা রয়েছে সমস্ত জরুরি পরিষেবা।

ঝাড়গ্রামের জেলা শাসক জয়সী দাশগুপ্ত জানিয়েছেন, ঝাড়গ্রাম জেলায় ‘হাই রেসস্ট্রিকশন জোন’ ৩টি এবং ঝাড়গ্রাম পুরসভায় একটি ‘কন্টেনমেন্ট জোন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘‘ঝাড়গ্রাম পুরসভা এলাকায় করোনা আটকাতে দু’দিনের জন্য কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।’’ জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, করোনা সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে কমেনি। তাই এই পদক্ষেপ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন