মন্দারমণিতে মাছের জালে ধরা পড়ল অলিভ রিডলে

উদ্ধার হওয়া কচ্ছ্প দু’টির এক একটির ওজন প্রায় কুড়ি কিলোগ্রাম বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় মানুষের কাছে এগুলি ‘বালিগড়’ নামে পরিচিত।

Advertisement
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ০২:৩১
Share:

মন্দারমণির সৈকতে। রবিবার। —নিজস্ব চিত্র।

অলিভ রিডলে প্রজাতির দুটি কচ্ছপ উদ্ধার হল মন্দারমণিতে।

Advertisement

মন্দারমণি উপকূল থানার পুলিশ রবিবার কচ্ছপ দু’টিকে উদ্ধার করে। তবে এদিনই সেগুলিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দারমণির কাছে চেওয়াশুলি মৎস্যখটিতে দু’টি বিরল প্রজাতির কচ্ছপ পাওয়া গিয়েছে বলে খবর পেয়ে রবিবার সেখানে অভিযান চালানো হয। পুলিশকে আসতে দেখেই দু’টি কচ্ছপ ফেলে রেখে কয়েকজন পালিয়ে যায়। পুলিশ তাদের ধরতে না পারলেও কচ্ছপ দু’টি উদ্ধার করে। এর পর পুলিশ বিষয়টি বনদফতরকে জানায়। কিন্তু বনদফতরের লোকজন আসার আগেই কচ্ছপ দু’টির মৃত্যু হতে পারে ভেবে সেগুলিকে ফের সমুদ্রে ছেড়ে দেয় মন্দারমণি উপকূল থানার পুলিশ। উদ্ধার হওয়া কচ্ছ্প দু’টির এক একটির ওজন প্রায় কুড়ি কিলোগ্রাম বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় মানুষের কাছে এগুলি ‘বালিগড়’ নামে পরিচিত।

বন দফতর সূত্রে জানানো হয়েছে, কচ্ছপগুলি ‘অলিভ রিডলে’ প্রজাতির। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২’ অনুযায়ী এই ধরনের কচ্ছপ অত্যন্ত লুপ্তপ্রায় প্রজাতির মধ্যে পড়ে। শীতকাল এদের প্রজননের সময়। এরা শান্ত সমুদ্রে ডিম পাড়তে ভালোবাসে। তাই এই সময় শান্ত সমুদ্র উপকূলকেই বেছে নেয়। দিঘা বন দফতরের আধিকারিক অনির্বাণ মিত্র বলেন, “লুপ্তপ্রায় প্রজাতির এই কচ্ছপগুলি ডিম পাড়তে এসে অনেক সময় ট্রলারে মৎস্যজীবীদের জালে জড়িয়ে পড়ে। মৎস্যজীবীদের উচিত সেগুলি সমুদ্রে ছেড়ে দেওয়া। তা না হলে এক সময় পৃথিবী থেকে এরা হারিয়ে যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement