কাউন্সিলরের উদ্যোগে ঠান্ডা জল মিঁয়াবাজারে

এলাকাবাসীর জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করলেন মেদিনীপুরের এক কাউন্সিলর। পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিঁয়াবাজার চন্দনবাবার মাজারের সামনে ওই বন্দোবস্ত করা হয়েছে উরস উৎসব উপলক্ষে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৩১
Share:

জলাধার। —নিজস্ব চিত্র

এলাকাবাসীর জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করলেন মেদিনীপুরের এক কাউন্সিলর। পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিঁয়াবাজার চন্দনবাবার মাজারের সামনে ওই বন্দোবস্ত করা হয়েছে উরস উৎসব উপলক্ষে।

Advertisement

গত বুধবার জলাধারটি সাধারণের জন্য উদ্বোধন করা হয়েছে। স্থানীয় কাউন্সিলার বিশ্বেশ্বর নায়েক বলেন, ‘‘এলাকার গরিব মানুষের কথা ভেবেই ঠান্ডা জলের ব্যবস্থা করা হয়েছে। এখানে সারাদিনই বহু মানুষ আসেন। উরসে যোগ দিতে তো হাজার হাজার মানুষ আসেন এখানে। সকলের কথা ভেবেই প্রায় দু’লক্ষ টাকা খরচ করে জলাধারটির ব্যবস্থা করা হয়েছে।’’

১৪ নম্বর ওয়ার্ডের মিঁয়াবাজারে আস্তানা পুকুরের পাশেই রয়েছে চন্দনবাবার মাজার। এখানে সকাল, দুপুর ও সন্ধ্যায় এলাকার মানুষ নমাজ পড়তে আসেন। পাশেই জোড়া মসজিদে উরস উৎসব উপলক্ষে বহু মানুষের সমাগম হয়। তাই এই বন্দোবস্তে এলাকাবাসীর সঙ্গে খুশি উরসে যোগ দিতে আসা পুণ্যার্থীরাও। স্থানীয় বাসিন্দা এনামুল হোসেন বলছিলেন, ‘‘সামনেই মসজিদ রয়েছে। বহু মানুষ এখানে আসেন। রমজান মাসে তো সারাদিন উপোস করে নমাজ পড়তে আসেন লোকজন। তখন ঠান্ডা জল খেলে প্রাণ জুড়িয়ে যাবে।’’ স্থানীয় আর এক বাসিন্দা রাজু খানের কথায়, ‘‘আমাদের পাড়ার সবার বাড়িতে ফ্রিজ নেই। গরমকালে এই ঠান্ডা জল খুবই কাজে লাগবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন