West Bengal Municipal Election 2020

রাস্তা সারাতে সাড়ে ৬ কোটি

বর্ষা হলে পুরসভার ওই সব রাস্তায় হাঁটুকাদা ভেঙে মানুষকে বাজার-সহ স্কুল-কলেজ, হাসপাতালে যাতায়াত করতে হয়। পুরএলাকার রাস্তা নিয়ে ভোগান্তির কারণে বার বার অসন্তোষ দেখা দিচ্ছে পুরবাসীর মধ্যে। কোথাও তৃণমূলের নির্বাচিত কাউন্সিলরদের প্রতি কাজ না করার ক্ষোভ উগরে দিয়েছে দলেরই একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

এগরা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ০০:১০
Share:

প্রতীকী চিত্র।

পুরভোটের আগেই নাগরিক পরিষেবায় জোর দিচ্ছে এগরা পুরসভা। শহরের চোদ্দোটি ওয়ার্ডে সব কাঁচা রাস্তা ভোটের আগে ঢালাইয়ের জন্য বরাদ্দ হল সাড়ে ছ’কোটি টাকা। ভোটের আগে নাগরিক পরিষেবায় জোর দিয়ে পুরসভার ভাবমূর্তি তুলে ধরতে তৎপর পুর কর্তৃপক্ষ।

Advertisement

এগরা পুরসভা রজতজয়ন্তী বর্ষ পেরিয়ে এলেও এখনও পুরসভার ১৪টি ওয়ার্ডের অধিকাংশ রাস্তা কাঁচা। কোনও ওয়ার্ডে এমন রাস্তা রয়েছে, যেখানে মোরামের চিহ্ন মাত্র নেই। বর্ষা হলে পুরসভার ওই সব রাস্তায় হাঁটুকাদা ভেঙে মানুষকে বাজার-সহ স্কুল-কলেজ, হাসপাতালে যাতায়াত করতে হয়। পুরএলাকার রাস্তা নিয়ে ভোগান্তির কারণে বার বার অসন্তোষ দেখা দিচ্ছে পুরবাসীর মধ্যে। কোথাও তৃণমূলের নির্বাচিত কাউন্সিলরদের প্রতি কাজ না করার ক্ষোভ উগরে দিয়েছে দলেরই একাংশ।

এগরার চোদ্দোটি ওয়ার্ডে কাঁচা রাস্তা ঢালাইয়ের জন্য পুর ও নগর উন্নয়ন দফতরে আবেদন জানিয়েছে পুরসভা। প্রস্তাবে এগরা পুরসভা এলাকার ১৬.৫ কিলো কাঁচা রাস্তা ঢালাইয়ের জন্য অনুমোদন পায়। সাড়ে ষোলো কিলোমিটার কাঁচা রাস্তা ঢালাইয়ের জন্য ৬৬৬ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য পুর ও নগর উন্নয়ন দফতর। নির্বাচনের আগে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু করবে পুরসভা। কাঁচা রাস্তাগুলো ঢালাই হওয়ায় খুশি পুরবাসী। সুভাষ দে নামে এক বাসিন্দা বলেন, ‘‘কাঁচা রাস্তা ঢালাই হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে। পুরসভা আগে উদ্যোগী হলে এতদিন মানুষকে দুর্ভোগ পোহাতে হত না।’’ পুরপ্রধান শঙ্কর বেরা বলেন, ‘‘পুরসভার প্রস্তাব অনুমোদন পাওয়ার আগামী কয়েকদিনের মধ্যে রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হবে। নাগরিক পরিষেবায় সব সময় মানুষের পাশে থাকে এগরা পুরসভা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন